ইডেন অধ্যক্ষের বাবার মৃত্যু

শ্রী হরদাস ভট্টাচার্য‌্য
শ্রী হরদাস ভট্টাচার্য‌্য  © সংগৃহীত

বাংলাদেশ ডাক বিভাগের অবসরপ্রাপ্ত এজিএম, প‌ুরাতা‌ত্ত্বিক গবেষক ও লেখক শ্রী হরদাস ভট্টাচার্য‌্য পরলোকগমন করেছেন। গত ২৫ মে সরকা‌রি বাসভব‌নে হৃদ‌রো‌গে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৯১ বছর। তিনি রাজধানীর ইডেন সরকারি ম‌হিলা কলেজের অধ‌্যক্ষ অধ‌্যাপক সু‌প্রিয়া ভট্টাচার্য্যের বাবা। 

লেখক শ্রী হরদাস ভট্টাচার্য্যের উল্লেখযোগ্য গ্রন্থ‌ের মধ্যে ‘সেকালের পত্র-প‌ত্রিকায় রহস‌্যালাপ’ ও ‘ত্রিপুরা রাজ্যের শিলা‌লি‌পি এবং বি‌বিধ প্রসঙ্গ’ অন‌্যতম।

মৃত্যুকালে তি‌নি স্ত্রী, দুই সন্তান ও অসংখ‌্য গুণগ্রাহী রেখে গেছেন। ইডেন কলেজ পরিবার মহান সৃ‌ষ্টিকর্তার কাছে তার বিদেহী আত্মার অপার শা‌ন্তি কামনা করেছে। 


সর্বশেষ সংবাদ