গবেষণায় একুশে পদক পাচ্ছেন অণুজীববিজ্ঞানী সমীর কুমার সাহা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪০ AM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪০ AM
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ বিশিষ্ট নাগরিককে ২০২১ সালের একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গবেষণায় ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এবার একুশে পদক পাচ্ছেন বিশিষ্ট অণুজীববিজ্ঞানী এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ড. সমীর কুমার সাহা। তিনি বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের দ্য চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) নির্বাহী পরিচালক।
সাম্প্রতিক সময়ে প্রথমবারের মতো বাংলাদেশের করোনার জিন রহস্য আবিষ্কার করে গোটা বিশ্বকে চমকে দেয় চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। এই জিন রহস্য আবিষ্কারের গবেষণায় নেতৃত্ব দেন অণুজীববিজ্ঞানী অধ্যাপক ড. সমীর কুমার সাহা এবং তার মেয়ে ড. সেজুঁতি সাহা।
ড. সাহা নিউমোনিয়া, মেনিনজাইটিস এবং এন্টারিক জ্বর বিশেষজ্ঞ বিশেষত পেডিয়াট্রিক সংক্রামক রোগগুলির জন্য তার গবেষণা পরিচিত। তিনি এই রোগগুলির প্রকৃত বোঝা, তাদের কার্যকারক জীব, ওষুধ প্রতিরোধের নিদর্শন এবং সেরোটাইপ বিতরণের সন্ধানে মনোনিবেশ করেছেন।
২০১৭ সালে ক্লিনিকাল মাইক্রোবায়োলজিতে অসামান্য গবেষণার জন্য আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি (এএসএম) অ্যাওয়ার্ড প্রাপ্ত সাহা একজন উন্নয়নশীল দেশের প্রথম বিজ্ঞানী ছিলেন। যার অনুসরণে তিনি আমেরিকান একাডেমি অফ মাইক্রোবায়োলজিতে ফেলো নির্বাচিত হয়েছেন। একই বছর সাহা মাইক্রোবায়োলজিতে ইউনেস্কো কার্লোস জে ফিনলে পুরস্কার পেয়েছিলেন
ড. সমীর সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি ও ভারতের বেনারসে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।