মুক্তিযুদ্ধে চার নম্বর সেক্টরের কমান্ডার সি আর দত্ত আর নেই

  © সংগৃহীত

মুক্তিযুদ্ধকালীন চার নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম আর নেই। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতিও সি আর দত্ত। গুরুতর অবস্থায় ফ্লোরিডার হাসপাতালে ভেন্টিলেশনে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ মঙ্গলবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল রাতেই তার আহত হওয়ার খবরটি আমরা পাই। যুক্তরাষ্ট্রে মেয়ে কবিতা দাশগুপ্তের বাসায় ছিলেন তিনি। সেখানে বাথরুমে পড়ে গিয়েছিলেন। এতে তার একটি পা ভেঙে যায়। গুরুতর আহতাবস্থায় ফ্লোরিডার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থা গুরুতর হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। পরে আজ সকালে তিনি মারা যান।

রাণা দাশগুপ্ত বলেন, তিনি মৃত্যুর আগে বলে গিয়েছেন, তার সৎকার যেন বাংলাদেশে হয়। তার পরিবারও তাই চান। আমরাও সেটি চাচ্ছি। আমরা সবাই চেষ্টা করছি তার মরদেহ বাংলাদেশে এনে সৎকার করার।


সর্বশেষ সংবাদ