করোনায় আকিজ গ্রুপের পরিচালক শেখ মোমিন উদ্দিনের মৃত্যু

২৫ আগস্ট ২০২০, ১২:৫০ AM

© সংগৃহীত

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের আক্রান্ত হয়ে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপের পরিচালক শেখ মোমিন উদ্দিনের (৬৩) মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে রাজধানীর মগবাজার আদ্-দ্বীন হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

প্রথম দফায় আদ-দ্বীন হাসপাতাল জামে মসজিদে ও যশোরের নওয়াপাড়ায় এসএএফ ইন্ডাস্ট্রিতে দ্বিতীয় দফায় জানাজা শেষে মঙ্গলবার (২৫ আগস্ট) মধ্যডাঙ্গায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের চিফ কনসালটেন্ট ডা. মো. সিরাজুল ইসলাম বলেন, শেখ মোমিন উদ্দীন ১৪ আগস্ট করোনা আক্রান্ত হয়ে ভর্তি হন। তিনি আগে থেকে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছিলেন। হাসপাতালে ভর্তির পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। ক্রমন্বয়ে তার অবস্থার অবনতি হয়। আজ সোমবার বিকেল ৫টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

শেখ  মোমিন  উদ্দিনের জন্ম খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গার মধ্যডাঙ্গা গ্রামে ১৯৫৭ সালে। পিতার পদাঙ্ক অনুসরণ করে ব্যবসায় হাতেখড়ি হয় তার। শতভাগ রপ্তানীমুখি চামড়া শিল্পের এসএএফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি। চামড়া শিল্পে অসামান্য অবদান রাখার কারণে তিনি একাধিকবার সরকার ঘোষিত সিআইপি পদক অর্জন করেন। ঢাকা, যশোর, সাভারে বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন উদ্যমী এই শিল্পপতি।

প্যাথলজি রিপোর্টে চিকিৎসকের একক স্বাক্ষরের সিদ্ধান্ত ৭২ ঘণ্…
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ: কোন জেলায় কতজন টিকলেন
  • ২১ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের ৪ দিনের সফরসূচি ঘোষণা
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগের জেলা ভিত্তিক ফল দেখুন এখানে
  • ২১ জানুয়ারি ২০২৬
গণঅধিকার পরিষদ থেকে ছাড় পেল না বিএনপি
  • ২১ জানুয়ারি ২০২৬
অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ১২ চিকিৎসক
  • ২১ জানুয়ারি ২০২৬