২০২৫ সালে হারিয়েছি যাঁদের

৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ PM , আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ PM
চিরবিদায় নেওয়া বিশিষ্টজনেরা নিজ নিজ ক্ষেত্রে স্মরণীয় অবদান রেখে গেছেন

চিরবিদায় নেওয়া বিশিষ্টজনেরা নিজ নিজ ক্ষেত্রে স্মরণীয় অবদান রেখে গেছেন © টিডিসি সম্পাদিত

বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৫ সাল। শুরু হচ্ছে নতুন আরেকটি বছর। ২০২৬ সাল। দোরগোড়ায় উপস্থিত আমাদের। বিদায় হতে যাওয়া বছরটি ছিল বিষাদের। চলতি বছর রাজনৈতিক, শিক্ষা, সমাজ ও সংস্কৃতি অঙ্গনের অনেক চেনামুখ জাতি হারিয়েছে। চিরবিদায় নেওয়া এই বিশিষ্টজনেরা নিজ নিজ ক্ষেত্রে স্মরণীয় অবদান রেখে গেছেন। বছরের শেষটাই হচ্ছে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে। বছর শেষ হওয়ার একদিন আগে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এরপর বছরের শেষদিন ৩১ ডিসেম্বর অর্থাৎ, আগামীকাল বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে তাঁর জানাজার পর আনুমানিক বেলা সাড়ে ৩টায় শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। তাঁর মৃত্যুতে আগামীকাল থেকে তিনদিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ ছাড়া তাঁর জানাজার জন্য আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

চলতি মাসের ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তিনি ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তাকে গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের কালভার্ট রোডে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় গুলি করা হয়। গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।

বেগম খালেদা জিয়া ও শরিফ ওসমান হাদি নয়, চিরবিদায় নেওয়া এই তালিকায় আছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, রবীন্দ্রগবেষক ও সংগীতজ্ঞ সন্‌জীদা খাতুন, খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র, প্রখ্যাত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন, লেখক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরসহ বেশ কয়েকজন। 

বিদায়ী হতে যাওয়া বছরের একেবারে শুরুতে ৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান ঢাকাই সিনেমার দাপুটে অভিনেত্রী অঞ্জনা রহমান। প্রায় তিন সপ্তাহ অসুস্থ থাকার পর চিকিৎসকদের সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘দস্যু বনহুর’ খ্যাত নায়িকা। মৃত্যুকালে অঞ্জনার বয়স হয়েছিল ৫৮ বছর।

পরদিন ৫ জানুয়ারি খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ৮১ বছর বয়সী প্রবীর মিত্র বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে ১৩ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন।

১৩ মার্চ রাতে মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর বারডেমে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এর আগে কয়েক দিন হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

গত ২৫ মার্চ রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সংস্কৃতিকজন, রবীন্দ্রগবেষক ও সংগীতজ্ঞ সন্‌জীদা খাতুন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

গত ৭ সেপ্টেম্বর লেখক-গবেষক, রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মৃত্যু হয়। বদরুদ্দীন উমরের বয়স হয়েছিল ৯৪ বছর।

গত ১৩ সেপ্টেম্বর দেশের সংগীতাঙ্গন হারায় কিংবদন্তি লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনকে। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন এই নন্দিত গায়িকা। বেশ কয়েকবার তাঁর মৃত্যুর গুজব ছড়িয়েছিল। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি চলে যান না-ফেরার দেশে। ১৯৫৪ সালে ৩১ ডিসেম্বর জন্ম নেওয়া ফরিদা পারভীন গানে গানে কাটিয়েছেন ৫৫ বছর।

গত ১০ অক্টোবর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম ইন্তেকাল করেছেন। এর আগে ৩ অক্টোবর রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যাওয়ার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে গাড়িচালক একজনের সহায়তায় তাঁকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেন। সেখান থেকে তাঁকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, তাঁর ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয়েছে। পরে সেখানে তাঁর হৃদ্‌যন্ত্রে স্টেন্টিং করা (রিং পরানো) হয়।

বিএনপির বিদ্রোহী প্রার্থী ফিরোজ যে প্রতীক পেলেন
  • ২১ জানুয়ারি ২০২৬
‘গুচ্ছ ভর্তিতে শীর্ষ ২০-এ থাকব ভেবেছিলাম, হলাম প্রথম’
  • ২১ জানুয়ারি ২০২৬
না ফেরার দেশে চিত্রনায়ক জাভেদ
  • ২১ জানুয়ারি ২০২৬
মিরপুরে মহিলা জামায়াত কর্মীদের অবরুদ্ধ ও হামলায় জড়িতদের গ্র…
  • ২১ জানুয়ারি ২০২৬
ইসি ব্যবস্থা না নিলে ‘পক্ষপাতদুষ্ট’ কর্মকর্তাদের তালিকা প্র…
  • ২১ জানুয়ারি ২০২৬
ভিপি নুর পেলেন ট্রাক প্রতীক, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9