চলে এসেছে সোহেল তাজ! (ভিডিও)

০৩ এপ্রিল ২০১৯, ০৩:১৭ PM
গ্রামের কোনো এক বাড়িতে সোহেল তাজ

গ্রামের কোনো এক বাড়িতে সোহেল তাজ

‘পাল্টে যাবে জীবন। কী হতে পারে?’ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ এই ৮টি শব্দের স্ট্যাটাস দেয়ার পর তোলপাড় সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। গত ২০ জানুয়ারি তাঁর ভেরিফায়েড পেইজে এই স্ট্যাটাসটি দেন। এরপর এ বিষয়টি নিয়েই একের পর এক আলোচনায় আসছেন সাবেক এই প্রতিমন্ত্রী।

এরপর আরেকটি ভিডিও ছাড়েন ১৫ ফেব্রুয়ারি। সঙ্গে ক্যাপশন। ভিডিওতে দেখা যাচ্ছে, ‘টি-শার্টের ওপর কোর্ট পড়ে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হচ্ছেন সোহেল তাজ। এরপর অনেকটা ফিল্মি স্টাইলে কোনো এক বাড়িতে গিয়ে দরজায় নক করছেন। সঙ্গে সঙ্গে লেখা উঠলো- ‘সোহেল তাজ আসছে আপনার দরজায়। আপনি রেডি তো?

মূলত সেই বিষয় নিয়েই বুধবার আরেকটি বার্তা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘গ্রাম থেকে শহর, টেকনাফ থেকে তেঁতুলিয়া, ইউরোপ থেকে আমেরিকা, মধ্যপ্রাচ্য থেকে এশিয়া, পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন আপনার দরজায় টোকা পড়তে পারে।’ স্ট্যাটাসে বিশেষ দ্রষ্টব্য হিসেবে লেখা হয়েছে, ‘যদিও গ্রামের সড়কে মোটর বাইক চলাচলে মাথায় হেলমেট ব্যবহারের বাধ্যবাধকতা নেই, তবুও আমি নিরাপত্তার স্বার্থে হেলমেট ব্যবহারের অনুরোধ জানাই।’

প্রসঙ্গত ২০০৮ সালের নির্বাচনে গাজীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৯ সালের ৬ জানুয়ারি সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিলেও ২০০৯ সালের ৩১ মে মন্ত্রিসভা থেকে আচমকা পদত্যাগ করেন। চলে যান সুদূর যুক্তরাষ্ট্রে। ২০১২ সালের ৭ জুলাই সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন। মাঝেমধ্যে সামাজিক কর্মকাণ্ডে উপস্থিত থাকলেও রাজনীতিতে যুক্ত হবেন না বলে তখন সাফ জানিয়ে দেন সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

দশ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্ত…
  • ২৩ জানুয়ারি ২০২৬
হাদির হত্যার বিচারের দাবিতে তিতুমীরে বিক্ষোভ মিছিল
  • ২৩ জানুয়ারি ২০২৬
সৌদিতে রমজানে নামাজে লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা
  • ২৩ জানুয়ারি ২০২৬
উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
উৎসব আনন্দে জবিতে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা
  • ২৩ জানুয়ারি ২০২৬
চুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২৩ জানুয়ারি ২০২৬