আনোয়ারুল আজিমের ২৫তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্মরণসভা ও দোয়া মাহফিল
স্মরণসভা ও দোয়া মাহফিল  © সংগৃহীত

কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম আনোয়ারুল আজিম সাহেবের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত বুধবার (২৮ মে) বিকেল ৫টায় রাজধানীর ফিল্ম আর্কাইভস অডিটোরিয়ামে  এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের সহধর্মিণী ও সিংবাহুড়া গার্লস একাডেমীর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষিকা মিসেস নাদেরা হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব ও রাষ্ট্রদূত নাসিমা হায়দার এবং নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর গোলাম কিবরিয়া খান কায়কোবাদ।

স্মরণসভায় বক্তারা মরহুম আনোয়ারুল আজিমের কর্মজীবন ও শিক্ষা বিস্তারে অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

১৯২৮ সালের ১ এপ্রিল নোয়াখালীর চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামে জন্মগ্রহণ করেন আনোয়ারুল আজিম। পিতা মৌলবী মনসুর আহমেদ ছিলেন একজন শিক্ষানুরাগী এবং মাতা রূপবানু ছিলেন একজন রত্নগর্ভা জননী, যাঁর ছয় ছেলেই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট।

আনোয়ারুল আজিম ১৯৪৩ সালে নোয়াখালী জিলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৪৫ সালে ঢাকা কলেজ থেকে আইএ পাশ করেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজে অর্থনীতি পড়তে গিয়েও ১৯৪৬ সালের দাঙ্গার কারণে ফিরে আসেন ঢাকায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ১৯৫০ সালে অর্থনীতিতে বিএ (অনার্স) এবং ১৯৫১ সালে এমএ ডিগ্রি অর্জন করেন।

পেশাজীবনের শুরুতে তিনি ইপিডিসিতে চাকরি করেন এবং পরে বিচারপতি আব্দুস সাত্তারের উৎসাহে পুলিশ বিভাগে যোগ দেন। ১৯৫৮ সালে চাঁপাইনবাবগঞ্জে বর্ডার স্পেশাল অফিসার হিসেবে দায়িত্ব পালন শেষে ১৯৫৯ সালে সরকারি চাকরি ছেড়ে নিজ গ্রামে ফিরে আসেন।

তিনি কড়িহাটি জুনিয়র স্কুলের অবৈতনিক সেক্রেটারি হিসেবে যুক্ত হয়ে ১৯৬৭ সালে স্কুলটিকে উচ্চ বিদ্যালয়ে উন্নীত করেন এবং প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন। ১৯৮৮ সালে তিনি অবসর গ্রহণ করেন।

শিক্ষা বিস্তারে তাঁর অবদান ছিল বহুমাত্রিক। তিনি বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন, ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের ইংরেজি বিষয়ের প্রধান পরীক্ষক এবং নোয়াখালী জেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি।

নারী শিক্ষার প্রসারে তিনি ও তাঁর স্ত্রী ১৯৭৩ সালে সিংবাহুড়া গার্লস একাডেমী প্রতিষ্ঠা করেন, যা আজও সেখানকার নারী শিক্ষার অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।

ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন তিন সন্তানের জনক। তাঁর সন্তানরা দেশের শিক্ষা ও প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে কর্মরত।

২০০০ সালের ২৮ মে আনোয়ারুল আজিম ইন্তেকাল করেন। স্মরণসভায় তাঁর শিক্ষার্থীরা, সহকর্মীরা ও পরিজনরা তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।


সর্বশেষ সংবাদ