কিভাবে এমন পিশাচ তৈরী হয় ‘সভ্য’ সমাজে : আসিফ নজরুল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ মার্চ ২০১৯, ১০:৪৪ AM , আপডেট: ১৬ মার্চ ২০১৯, ১১:০০ AM
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে বন্দুকধারীর গুলিতে অসংখ্য হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও টক শো’ ব্যক্তিত্ব ড. আসিফ নজরুল। কিভাবে এমন পিশাচ তৈরী হয় ‘সভ্য’ মানুষের সমাজে? সে প্রশ্নও তুলেছেন তিনি। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে একথা বলেছেন তিনি।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলার ঘটনায় এ পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। এ ঘটনায় আটক বন্দুকধারী ব্রেন্টন টারান্টকে আদালতে হাজির করেছে দেশটির পুলিশ। হামলার পর বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়।
ড. আসিফ নজরুলের পোস্টটি হুবহু তুলে ধরা হলো।
‘বিদেশে ছিলাম। নিউজিল্যান্ডে পৈশাচিক হত্যাকান্ডের ঘটনা শোনার পর থেকে হতবিহবল হয়ে আছি। জানিনা, কি বললে বোঝা যাবে, কতোটা ক্ষুদ্ধ, বেদনাহত আর বিপর্য্স্ত আমি। শুধু ভাবি কিভাবে সেজদায় থাকা শতশত নিরীহ মুসলমানের উপর নির্বিচারে হত্যা করে কেউ? কিভাবে এটা নিজে রেকর্ড্ করে অন্যদের দেখানোর চিন্তা মাথায় আসে তার? কিভাবে এমন পিশাচ তৈরী হয় ‘সভ্য’ মানুষের সমাজে?
এই পৃথিবীটা এতো জঘন্য হয়ে গেল কেন?’