বিশ্ব শিক্ষক দিবস আজ

০৪ অক্টোবর ২০১৮, ১০:৪৬ PM

আজ ৫ সেপ্টেম্বর। বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর এই দিনে বিশ্বব্যাপী বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। ইউনেস্কোর সদস্যভুক্ত প্রতিটি দেশে ১৯৯৫ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।  বিশ্ব শিক্ষক দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ‘শিক্ষার অধিকার অর্থ একজন যোগ্য শিক্ষকের অধিকার’।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শুক্রবার দিবসটি পালন করা হবে। এ উপলক্ষে বিভিন্ন শিক্ষক সংগঠন আলোচনা সভা ও শোভাযাত্রাসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে বিকেল সাড়ে ৩টায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের জাতীয় পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের করবে। বিকেল ৪টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশ্ব শিক্ষক দিবস ২০১৮ উপলক্ষ্যে কৃতি শিক্ষকদের সম্মাননা প্রদান ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের জাতীয় পরিষদ। এতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়াও দিবসটি উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভা করবে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন। এতে প্রধান অতিথি থাকবেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। সভাপতিত্ব করবেন ফেডারেশনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু।

শিক্ষক দিবসের ইতিহাস ঘেঁটে জানা যায়, ১৯৯৩ খ্রিস্টাব্দে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম অনুষ্ঠানে ৫ অক্টোবর দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর ১৯৯৪ খ্রিস্টাব্দে প্রথমবার দিবসটি পালন করা হয়। তবে ১৯৯৫ খ্রিস্টাব্দ থেকে বিভিন্ন দেশে শিক্ষকরা মোটা দাগে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন শুরু করেন। ইউনেস্কোর অনুমোদনে প্রতিবছর পৃথক প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়ে আসছে।

ইউনেস্কোর বক্তব্য, শিক্ষা ও উন্নয়নে শিক্ষকরা বিশেষ ভূমিকা রাখছেন। মানুষের মধ্যে সচেতনতা, উপলব্ধি সৃষ্টি ও শিক্ষকদের ভূমিকার স্বীকৃতিস্মারক হিসেবে দিবসটি গুরুত্বপূর্ণ। মানবিক বিপর্যয় বা বৈশ্বিক অর্থনৈতিক সংকটে আক্রান্ত হয়েও সামাজিক, অর্থনৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিনির্মাণে শিক্ষকরা তাদের ভূমিকা রেখে চলেছেন।

বিশ্বের বিভিন্ন দেশে অক্টোবর মাসের ৫ তারিখ ‘টিচার্স ডে’ পালিত হয়। এরমধ্যে রয়েছে—কানাডা, জার্মানি, বুলগেরিয়া, আর্জেবাইজান, ইস্তোনিয়া, লিথোনিয়া, ম্যাকেডোনিয়া, মলদ্বীপ, নেদারল্যান্ড, পাকিস্তান, ফিলিপাইন, কুয়েত, কাতার, রাশিয়া, রোমানিয়া, সার্বিয়া, ইংল্যান্ড, মাউরেটিয়াস, মলদোভা। আবার বিশ্বের অন্য ১১টি দেশে ২৮ ফেব্রুয়ারি দিনটিতে বিশ্ব শিক্ষক দিবস চালু। দেশগুলি হল মরক্কো, আলজেরিয়া, টিউনেশিয়া, লিবিয়া, ইজিপ্ট, জর্ডন, সৌদিআরব, ইয়েমেন, বাহরেইন, ইউ এ ই, ওমান।

 

গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপি’র
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল!
  • ২৩ জানুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্বরস্বতী পূজা উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের ব্যতিক্রমী নির্বাচনী জনসভা
  • ২৩ জানুয়ারি ২০২৬
এবার শাকসু নির্বাচনে এজিএস প্রার্থীর পদ স্থগিত করল ছাত্রদল
  • ২৩ জানুয়ারি ২০২৬
দেশের প্রত্যেক সেক্টরে নারীরা কাজ করবেন : জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬