জাতি গঠনে কাজ করে যাওয়ার প্রত্যয় জানালেন ঢাবির ইমেরিটাস অধ্যাপকরা

ছয় ইমেরিটাস অধ্যাপককে সংবর্ধনা অনুষ্ঠানে
ছয় ইমেরিটাস অধ্যাপককে সংবর্ধনা অনুষ্ঠানে  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন ছয় ইমেরিটাস অধ্যাপককে সংবর্ধনা জানানো হয়েছে। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সম্মাননা অনুষ্ঠানে দেশের প্রথিতযশা এই শিক্ষাবিদরা ইমেরিটাস অধ্যাপকের স্বীকৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। এর ফলে জীবনের ঊষালগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তাদের আরও কিছু কাজ করার সুযোগ তৈরি হলো। 

তারা বলেন, এই সম্মান তাদের জন্য শুধু প্রাপ্তি নয়, জাতির কাছে দায়বদ্ধতা। তাই জীবনের বাকিটা সময় শিক্ষক হিসেবে দেশ ও মানুষের কল্যাণে তাদের চেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন দেশবরেণ্য এই শিক্ষাবিদরা।

সংবর্ধনা পাওয়া শিক্ষকরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ইমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম, প্রাচ্যকলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক হাশেম খান, চারুকলা ইনস্টিটিউটের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী, আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের ইমেরিটাস অধ্যাপক খন্দকার বজলুল হক, ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের ইমেরিটাস অধ্যাপক আতিউর রহমান। বিদেশে অবস্থান করায় ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে পারেনি। অন্য পাঁচ ইমেরিটাস অধ্যাপক অনুষ্ঠানে যোগ দেন। 

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীন বাংলাদেশের এক গৌরবময় প্রতিষ্ঠান। এদেশের স্বাধিকার আদায় থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম কেন্দ্র হয়ে ওঠা এই বিশ্ববিদ্যালয় সৃষ্টি করেছে বিপুল সংখ্যক দক্ষ মানবসম্পদ। জাতির গৌরবের প্রতীক এই বিদ্যাপীঠ দেশবরেণ্য এই ছয় সাবেক শিক্ষককে ইমেরিটাস অধ্যাপক ঘোষণা করেছে; যা দেশের উচ্চ শিক্ষাঙ্গনে এটি এক বিরল ঘটনা।

গুণী ও খ্যাতিমান সাবেক শিক্ষকদের সম্মানিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় তার গৌরবময় ঐতিহ্যের ধারা বহাল রেখেছে বলেও উল্লেখ করেন পরিকল্পনা মন্ত্রী।

বিশেষায়িত গণমাধ্যম বহুমাত্রিকডটকমের আয়োজনে শুক্রবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের মাল্টিপারপাস হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে গুণী এই শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরী।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence