বিএসএফের গুলিতে বাংলাদেশি শ্রমিক আহত

বাংলাদেশ-ভারত সীমান্ত
বাংলাদেশ-ভারত সীমান্ত   © সংগৃহীত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে এক বাংলাদেশি শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন।  সোমবার (১৯ মে) ভোরে ভারতের ১৯৩ বিএসএফ এর রাজপাড়া ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, গুলিবিদ্ধ ওই শ্রমিকের নাম শামছু মিয়া।  তিনি চিনাকান্দি সীমান্তের রাজাপাড়া গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ-২৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মো. মঈনুল আলম। 

তিনি জানান, বিশ্বম্ভরপুরের সীমান্ত এলাকার চারজন শ্রমিক ভোরে চোরাচালানের উদ্দেশ্যে ভারত সীমানায় প্রবেশ করেন। সীমান্তে বিএসএফের কারফিউ জারি থাকায় তারা চোরাচালানীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে শামছু মিয়ার বাম হাতে গুলি লাগে। তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এলাকায় বিজিবি গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে।

উল্লেখ্য, মেঘালয় সীমান্তে কঠোর কারফিউ জারি করেছে ভারত। যার ফলে বিএসএফর কঠোর নজরদারিতে রয়েছে সীমান্ত। এমন পরিস্থিতিতে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জের সীমান্তের লোকজনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence