জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক হতে চায় নারী উদ্যোক্তাদের সংগঠন ‘ওয়েব’

আবেদন জমা শেষ সাংবাদিকদের সাথে কথা বলছেন সংগঠনটির নেতৃবৃন্দ
আবেদন জমা শেষ সাংবাদিকদের সাথে কথা বলছেন সংগঠনটির নেতৃবৃন্দ  © টিডিসি

বাংলাদেশে আগামী জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি চেয়েছে নারী উদ্যোক্তাদের সংগঠন ‘উইমেন এন্টারপ্রিনিয়ার এসোসিয়েশন অফ বাংলাদেশ (ওয়েব)’।

আজ বুধবার (১৪ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দেন সংগঠনটির নেত্রীরা।

আবেদনপত্রে ওয়েব জানায়, ২০০০ সাল থেকে সংগঠনটি নারী উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে দেশে কার্যকর ভূমিকা রেখে আসছে। স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে তারা অভিজ্ঞ ও প্রশিক্ষিত একটি পর্যবেক্ষক দল নিয়ে মাঠে নামতে প্রস্তুত।

আরও পড়ুন: চবি বলতেই পারে, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে একটা নোবেল পুরস্কার পেয়েছে

ওয়েবের সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল জানান, অনেক সময়ই নারীরা নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ পড়ে যান—ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না, কিংবা অংশগ্রহণের সুযোগ পান না। সেই অভিজ্ঞতা থেকে এবারের নির্বাচনে নারীদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে চায় তারা।

তিনি বলেন, “প্রধান নির্বাচন কমিশনার আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন। আমরা আশাবাদী, তিনি নারীদের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেবেন। বৈষম্যের চক্রটা এবার যেন ভাঙে।”

আবেদনপত্র জমা দিতে ওয়েবের সহ-সভাপতি মেহেরুন্নেসা খান, সদস্য নাজমা বিন্দু ও নাসরিনা বারী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ