যে যেভাবে পারলো, লুটে নিল বাটা জুতা

০৭ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৩৭ PM
বাটা জুতার শোরুমে ভাঙচুর চালানোর পর চলে লুটপাট

বাটা জুতার শোরুমে ভাঙচুর চালানোর পর চলে লুটপাট © ভিডিও থেকে সংগৃহীত

সিলেটের জিন্দাবাজার এলাকায় বাটা জুতার শোরুমে ভাঙচুর চালানোর পর লুটপাটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ সোমবার (৭ এপ্রিল) বিকেলের দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।  

জানা যায়, গাজায় গণহত্যার প্রতিবাদে সারাদেশের ন্যায় সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ সমাবেশ করে নগরবাসী। এ সময় নগরীর জিন্দাবাজার এলাকায় থাকা বাটা শোরুমের একটি শাখায় ভাঙচুরের ঘটনা ঘটে, যা নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে একটি প্রতিবেদনও প্রকাশ হয়।   

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে এসে জিন্দাবাজার এলাকায় থাকা বাটা শোরুমে ভাঙচুর চালায়। পরে শোরুমের ভেতরে ঢুকে হাতে থাকা শক্ত কিছু দিয়ে ভাঙচুর চালাচ্ছে। এ সময় কেউ কেউ শোরুমের বিভিন্ন তাকে থাকা জুতা নিয়ে যাচ্ছে। আবার কাউকে কাউকে মাপজোক করে জুতা নিতে দেখা যায়।  

এদিকে লুটপাটের ভিডিও ফেসবুকে শেয়ার করে সমালোচনা করছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা। আসাদুজ্জামান ভুঁইয়া মাসুদ নামে একজন লিখেছেন, ‘আমাদের দেশে ভাঙচুরের যে ট্রেডিশন শুরু হয়েছে এটার শেষ কোথায়? ভাঙচুরে আসলে কি কোন সমাধান আসবে। বেহুদা লুটপাটের সুযোগ নেয়া ছাড়া আর কিছুই না।’

ভির সাহাবী নামে একজন ফেসবুকে লুটপাটের ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘এটা প্রতিবাদের কোন ভাষা? চুরি ভাঙচুর? প্রতিবাদ করতে গেছিস সেটাই কর, তোদের চুরি ভাঙচুর করতে কে বলেছে? ও আচ্ছা স্বভাবই তো এটা।’ রিয়াজুল ইসলাম নামে একজন লেখেন, ‘আমরা ইজরাইলি পণ্য বয়কট করবো কিন্তু আমাদের দ্বারা যেন কারোর ব্যক্তিগত প্রতিষ্ঠান ধ্বংস কিংবা ক্ষতি না হয়। মনে রাখবেন একটা চক্র আমাদের আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করবে।

উল্লেখ্য, সোমবার (৭ এপ্রিল) গাজায় গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দেশের নানা প্রান্তে বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতা।

বিভিএসডব্লিউএ-বাকৃবির সভাপতি আতিক, সাধারণ সম্পাদক সিয়াম
  • ২২ জানুয়ারি ২০২৬
দাঁড়িপাল্লার প্রচারে বাধা: নারীর কান ছেঁড়ার অভিযোগ যুবদল নে…
  • ২২ জানুয়ারি ২০২৬
সিলেটে এম এ জি ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বা…
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল
  • ২২ জানুয়ারি ২০২৬
রাজধানীতে স্কুলে শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল
  • ২২ জানুয়ারি ২০২৬