অন্নপূর্ণা-১ শৃঙ্গে বাংলাদেশের পতাকা, ইতিহাস গড়লেন বাবর আলী

এভারেস্টজয়ী পর্বতারোহী বাবর আলী
এভারেস্টজয়ী পর্বতারোহী বাবর আলী  © সংগৃহীত

হিমালয়ের অন্নপূর্ণা-১ (৮,০৯১ মিটার) শৃঙ্গে পৌঁছে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের পর্বতারোহী ও চিকিৎসক বাবর আলী। আজ ৭ এপ্রিল সকালে এই গৌরবময় মুহূর্তে তাঁর সঙ্গে ছিলেন শেরপা গাইড ফুর্বা অংগেল।

এই সাফল্যের খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান এবং নেপালের মাকালু অ্যাডভেঞ্চার-এর স্বত্বাধিকারী মোহন লামসাল।

বাবর আলী চট্টগ্রামভিত্তিক পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’-এর অন্যতম প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক। এর আগে, গত বছর তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এক অভিযানে মাউন্ট এভারেস্ট ও লোৎসে জয় করে নজির স্থাপন করেন।

যদিও উচ্চতায় অন্নপূর্ণা-১ বিশ্বের দশম, তবে মৃত্যুহার বিবেচনায় এটি অন্যতম ভয়ংকর পর্বত। এ কঠিন অভিযানের জন্য বাবর আলী গত ২৪ মার্চ বাংলাদেশ থেকে রওনা হয়ে ২৮ মার্চ পোখারা হয়ে পৌঁছান অন্নপূর্ণা বেজক্যাম্পে। সেখান থেকে ধাপে ধাপে উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে ক্যাম্প–১ ও ক্যাম্প–২ তে সময় কাটিয়ে ২ এপ্রিল ফেরেন বেজক্যাম্পে।

পরবর্তীতে, আবহাওয়ার অনুকূল পূর্বাভাস পেয়ে ৩ এপ্রিল পুনরায় সামিট যাত্রা শুরু করেন তিনি। ক্যাম্প–২ থেকে তুষারঝড়ের মধ্য দিয়েই পৌঁছান ক্যাম্প–৩ (৬,৫০০ মিটার)। সাধারণত ৭,৪০০ মিটারে ক্যাম্প তৈরি করে সামিট পুশ শুরু করা হয়, তবে প্রতিকূল পরিস্থিতি বিবেচনায় বাবর ক্যাম্প–৩ থেকেই ৬ এপ্রিল রাতেই চূড়ার উদ্দেশে যাত্রা করেন এবং আজ সকালে সফল হন।

ফরহান জামান বলেন, “এই অর্জন বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে এক অনন্য সংযোজন। বাবরের দৃঢ় মনোবল ও পরিশ্রমই তাকে এই সাফল্যে পৌঁছাতে সাহায্য করেছে।”

অভিযান শেষে আজ বাবর আলী ক্যাম্প–২–এ ফেরার চেষ্টা করবেন এবং ৮ এপ্রিল পৌঁছাতে পারেন বেজক্যাম্পে।

এই অভিযানের পৃষ্ঠপোষক ছিল ভিজ্যুয়াল নিটওয়্যার্স লিমিটেড, ভিজ্যুয়াল ইকোস্টাইলওয়্যার লিমিটেড, এডিএফ অ্যাগ্রো, ফ্লাইট এক্সপার্ট, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ব্লু জে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence