শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে বাদ সামিটের আজিজ খান

আজিজ খান
আজিজ খান  © সংগৃহীত

বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করায় বিশ্বের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে এবার বাদ পড়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান। আগের তালিকায় বাংলাদেশের বিলিয়নিয়ার হিসেবে আজিজ খানের (১ দশমিক ১ বিলিয়ন ডলার) নাম ছিল।  সিঙ্গাপুরের পেইন্ট প্রস্তুতকারী উদ্যোক্তা গোহ চেং লিয়াং (১৩ বিলিয়ন ডলার) এবারের তালিকায় রয়েছেন।

এর আগে সিঙ্গাপুর দ্বৈত নাগরিকত্বের সুযোগ না দেওয়ায় আজিজ খান বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেন।

‘ওয়ার্ল্ডস বিলিয়নিয়ারস লিস্ট ২০২৫’ প্রকাশ করেছে ফোর্বস। এ বছর বিশ্বের ৭৮টি দেশ ও অঞ্চলে অন্তত একজন বিলিয়নিয়ার রয়েছেন। এ তালিকায় একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে যুক্তরাষ্ট্র।

তালিকায় প্রথম স্থান দখল করেছেন টেসলা ও এক্সের মালিক ইলন মাস্ক। তার মোট সম্পদের পরিমাণ ৩৪২ বিলিয়ন। মার্ক জাকারবার্গ ২১৬ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন।

তৃতীয় স্থানে আছেন জেফ বেজোস (২১৫ বিলিয়ন ডলার), চতুর্থ স্থানে ল্যারি এলিসন (১৯২ বিলিয়ন ডলার) এবং পঞ্চম স্থানে রয়েছেন বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার (১৭৮ বিলিয়ন ডলার)।

উল্লেখ্য, ২০২৫ সালের এ তালিকায় ৫০ জনের মধ্যে ২৭ জনই যুক্তরাষ্ট্রের নাগরিক।

এ বছর তিনটি নতুন দেশ বিলিয়নিয়ার তালিকায় যুক্ত হয়েছে─আলবেনিয়া, পেরু ও সৌদি আরব। সৌদি আরবে ১৪ জন নতুন বিলিয়নিয়ার হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে ধনী হলেন প্রিন্স আলওয়ালিদ বিন তালাল আলসৌদ, যার সম্পদ ১৬ দশমিক ৫ বিলিয়ন ডলার।

পেরুর সবচেয়ে ধনী ব্যক্তি হলেন এডুয়ার্দো হচশিল্ড, যার সম্পদ ২ দশমিক ৪ বিলিয়ন ডলার। আর আলবেনিয়ায় প্রথম বিলিয়নিয়ার হিসেবে স্থান পেয়েছেন সামির মানে, যিনি দেশটির সবচেয়ে বড় সুপার মার্কেট চেইন তৈরি করেছেন।

নতুন তালিকায় বাংলাদেশ, পানামা ও উরুগুয়ে থেকে বিলিয়নিয়াররা এখন আর নেই। বাংলাদেশের আজিজ খান, পানামার স্ট্যানলি মোত্তা ও উরুগুয়ের কয়েকজন ব্যক্তির সম্পদ কমে যাওয়ায় তারা তালিকা থেকে বাদ পড়েছেন।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সবচেয়ে বেশি বিলিয়নিয়ার থাকলেও যুক্তরাষ্ট্র এখন সবার ওপরে, যেখানে মোট বিলিয়নিয়ার ১ হাজার ৭৭ জন। এরপর ইউরোপ (৭৭২) এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকা (১২৭)।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence