ফেনীতে এক মাসে নিখোঁজ ৩১ কিশোর-কিশোরী, প্রেমঘটিত কারণ বেশি

ফেনী মডেল থানা
ফেনী মডেল থানা  © টিডিসি ফটো

ফেনীতে গত একমাসে ৩১ কিশোর-কিশোরী ঘর ছেড়ে নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে ২৪ জনকে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে ১৭ জন কিশোরী ও ৭ জন কিশোর। বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ফেনী মডেল থানা সূত্রে জানা যায়, রমজান মাসে (মার্চ) থানায় ২৪ জন কিশোরী ও ৭ জন কিশোরের নিখোঁজ ডায়েরি হয়েছিল। তারমধ্যে ১৭ জন কিশোরী ও ৭ জন কিশোরকে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার কিশোরীদের মধ্যে বেশিরভাগই নিখোঁজে প্রেমঘটিত কারণ ছিল। এছাড়া সাত কিশোরদের মধ্যে বেশিরভাগ বিভিন্ন মাদরাসা থেকে পালিয়ে ছিলেন।  

নামে প্রকাশে অনিচ্ছুক শহরের পাঠানবাড়ি সড়কের এক কিশোরীর অভিভাবক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমার মেয়ে শহরের একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে অধ্যয়নরত। গত ৩০ মার্চ দুপুরে আমাদের অগোচরে মেয়ে বাড়ি থেকে সটকে পড়ে। পরবর্তী থানায় জিডি করলে দুইদিন পরে পুলিশ ঢাকার নারায়ণগঞ্জ থেকে মেয়েকে উদ্ধার করেছে। তখন জানতে পেরেছি পাশ্ববর্তী বাসার সমবয়সী এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক কিশোরের অভিভাবক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, হঠাৎ করেই আমার ছেলে নিখোঁজ হয়ে যায়। পরে ফেনী মডেল থানায় জিডি করি। তাকে উদ্ধার করার পর জানতে পারি, নিখোঁজ হওয়ার পেছনে প্রেমঘটিত কারণ ছিল।

উদ্ধার কাজে অংশ নেওয়া ফেনী মডেল থানা পুলিশের উপপরিদর্শক মো. বেলাল উদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেস, সাম্প্রতিক সময়ে এমন দুইটি উদ্ধার কাজে অংশ নিয়েছিলাম। যেখানে টিকটক ও ফ্রি-ফায়ার গেমস খেলতে গিয়ে ছেলে-মেয়ের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। পরবর্তী ঘর ছাড়ার পর মেয়ের পরিবার সাধারণ ডায়েরি করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শুধু রমজান মাসেই ৩১ জন কিশোর-কিশোরীর নিখোঁজে সাধারণ ডায়েরি হয়েছিল। তারই প্রেক্ষিতে ১৭ জন কিশোরীকে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে। যেখানে বেশিরভাগই প্রেমঘটিত বিষয় ছিল। এদের প্রত্যেকের বয়স ১৫ থেকে ২১ বছরের মধ্যে। এছাড়া রমজান বিভিন্ন মাদরাসা পড়ুয়া ৭ জন শিক্ষার্থীর নিখোঁজ ডায়েরি হয়েছিল। তাদেরও পুলিশ উদ্ধার করেছে। এসব বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence