১০ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

১৬ মার্চ ২০২৫, ০৩:১৬ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৯ AM
১০ দফা দাবি আদায়ে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন

১০ দফা দাবি আদায়ে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন © টিডিসি ফটো

শিক্ষাক্ষেত্রে বৈষম্যদূরীকরণ, ঈদের আগেই সরকারি শিক্ষক ও কর্মচারীদের মতো শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা প্রদানসহ ১০ দফা দাবি আদায়ে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

রোববার (১৬ মার্চ) দুপুরে জেলার পাঁচটি উপজেলার শিক্ষকরা একত্র হয়ে জেলা শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, সরকারি প্রতিষ্ঠানের মতোই বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা পাঠদান করালেও বৈষম্য করা হচ্ছে। তাই শিক্ষা ক্ষেত্রে বৈষম্যদূরীকরণ, ঈদের আগেই সরকারি শিক্ষক ও কর্মচারীদের মতো শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা প্রদান, ইএফটি সমস্যার দ্রুত সমাধান করে শিক্ষক-কর্মচারীদের বকেয়াসহ বেতন-ভাতা প্রদান করা। সরকারি স্কুলের মতো বেসরকারি স্কুলের ‘প্রধান শিক্ষক’-এর বেতন স্কেল ষষ্ঠ গ্রেডে এবং সহকারী প্রধান শিক্ষকদের সপ্তম গ্রেডসহ টাইম স্কেল দিতে হবে।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সর্বজনীন বদলিপ্রথা চালুর দাবি করে তারা বলেন, সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো পেনশন প্রথা চালুকরণ এবং চালু না হওয়া পর্যন্ত অবসর গ্রহণের ছয় মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা প্রদানসহ শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ কর্তন বন্ধ করা। শিক্ষক-কর্মচারীদের চাকরির বয়স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মতো ৬৫ বছরে উন্নীত করা।

পাবলিক সার্ভিস কমিশনের মতো শিক্ষক নিয়োগ কমিশন গঠন এবং শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরে আনুপাতিক হারে এমপিওভুক্ত শিক্ষকদের পদায়ন করা। ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি প্রথা বিলুপ্ত করে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মতো পরিচালনা করা। স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করাসহ ১০ দফা মেনে নিতে হবে। অন্যথায় আরও কঠো কর্মসূচি প্রদানের হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। 

এর আগে সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আন্দোলনরত শিক্ষকরা।

কর্মসূচিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মো. পবারুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সহসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন আলী, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. নাছিরুল ইসলাম ও সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলামসহ অনেকে। 

কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসক ইশরাত ফারজানার মাধ্যমে প্রধান উপদেস্টা ও শিক্ষা মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি দেন তারা।

ট্যাগ: আন্দোলন
রাবি প্রেসক্লাবের পিঠা উৎসবে সাংবাদিকদের মিলনমেলা
  • ২২ জানুয়ারি ২০২৬
জমি বিরোধকে কেন্দ্র করে তিন বছরের শিশুকে হত্যা, গ্রেপ্তার ৩
  • ২২ জানুয়ারি ২০২৬
ওয়াজে যাওয়ার পথে প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের
  • ২২ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল
  • ২২ জানুয়ারি ২০২৬
টানা মূল্যবৃদ্ধির পর কমল সোনার দাম
  • ২২ জানুয়ারি ২০২৬
ভর্তির শর্ত–২ হাজার টাকার বই কেনা, বিশ্ববিদ্যালয়টিতে ২৬ বছর…
  • ২২ জানুয়ারি ২০২৬