সীমান্তে টহল দেওয়ার সময় দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

১২ মার্চ ২০২৫, ১২:১২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৭ PM
সীমান্ত

সীমান্ত © সংগৃহীত

যশোরের বেনাপোল–পুটখালী সীমান্তে টহল দেওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারিয়েছেন বিজিবি সদস্য সিপাহি মোজাম্মেল হক। এসময় মোটরসাইকেল আরোহী হাবিলদার দেলোয়ার হোসেন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে খুলনার অধীনস্থ ২১ বিজিবি বেনাপোল পুটখালী সীমান্তে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ২১ ব্যাটালিয়ানের খুলনা ইউনিটের হাবিলদার দেলোয়ার হোসেন ও সিপাহি মোজাম্মেল হক গোপন সংবাদের ভিত্তিতে একটি মাদক চালান উদ্ধারের উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেন। পথিমধ্যে পুটখালী ক্যাম্পের অস্থায়ী পোস্ট মসজিদ বাড়ি নামক স্থানের একটি কালভার্টের সঙ্গে ধাক্কা লেগে তারা দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনাস্থলেই সিপাহী মোজাম্মেল হক গুরুতর আঘাত পেয়ে প্রাণ হারান। অন্যদিকে, হাবিলদার দেলোয়ার হোসেন মারাত্মক আহত হন। তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার সাংবাদিকদের বলেন, সীমান্ত টহলরত অবস্থায় মোটরসাইকেল দুর্ঘটনায় সিপাহি মোজাম্মেল ঘটনাস্থলে নিহত হন ও আরেক বিজিবি হাবিলদার গুরুতর আহত হন। হাবিলদারকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে।

ট্যাগ: বিজিবি
জনগণ চাঁদাবাজদের নির্বাচিত করতে চায় না: নূরুল ইসলাম বুলবুল
  • ২৩ জানুয়ারি ২০২৬
শেকৃবিতে বিনামূল্যে জলাতঙ্কের টিকা পেল শতাধিক পোষা প্রাণী
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা এমন থাকবে যে, ব্যালট ছিনতাই অ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
বিএনপি নেতাকে গুলি, নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা বললেন…
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত আমির প্রার্থীদের কেমন বক্তব্যের নির্দেশনা দিয়েছেন, …
  • ২৩ জানুয়ারি ২০২৬
বিএনপিতে যুক্ত হয়েছি মানে এই নয় যে, তাদের সব সিদ্ধান্তে ‘জি…
  • ২৩ জানুয়ারি ২০২৬