সড়কে নড়ছিল বস্তা, খুলতেই বেরিয়ে এলেন জীবিত বৃদ্ধা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২১ আগস্ট ২০২২, ১০:৪৩ AM , আপডেট: ২১ আগস্ট ২০২২, ১০:৪৩ AM
ভারতের জিটি রোডের ধারে বস্তাবন্দি কিছু পড়ে থাকতে দেখে সেখানে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। ভেবেছিলেন কেউ হয়তো কিছু ফেলে গেছে। সন্দেহ করছিলেন লাশ হতে পারে। তবে কাছে যেতেই নড়েচড়ে উঠল বস্তা। বস্তায় টান মারতেই অবাক সবাই। ভেতর থেকে বেরিয়ে এলেন জীবিত বৃদ্ধা।
শনিবার রাতে নাগাদ চুঁচুড়ার প্রিয়নগর এলাকায় জিটি রোডের ধারে এ ঘটনাঘটে বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে। তাকে বস্তার মধ্যে থেকে বেরোতে দেখে হকচকিয়ে যান উপস্থিত স্থানীয় বাসিন্দারা। তাঁরা বৃদ্ধাকে বের করতে চাইলেও তিনি বস্তার মধ্যেই পা ঢুকিয়ে বসে ছিলেন। তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চুঁচুড়া থানার মহিলা পুলিশ কর্মকর্তা রাখি ঘোষের ছেলে প্রদীপ্ত ঘোষ।
তিনি মাকে ফোন করে ঘটনাটি জানান এবং বৃদ্ধাকে একটি কেক কিনে দেন। তখন থানাতেই ছিলেন রাখি। তিনি ছেলের ফোন পেয়ে থানার ওসিকে ঘটনাটি জানান। তাঁকে তৎক্ষণাৎ গাড়ি নিয়ে ঘটনাস্থলে যেতে বলেন। এক মহিলা পুলিশ কর্মীকে নিয়ে ঘটনাস্থলে যান রাখি।
আরো পড়ুন: মেয়ের বিয়ের কার্ড বিতরণ করছিলেন বাবা, হঠাৎ গুলি কেড়ে নিল প্রাণ
গিয়ে দেখেন এলাকায় ভিড় জমে গিয়েছে। তখনও বৃদ্ধা বস্তার মধ্যে পা ঢুকিয়ে বসে আছেন। জিজ্ঞাসাবাদের সময় হিন্দিভাষী বৃদ্ধা জানান, তাঁর বাড়ি অশোকনগরে। অন্নু কুমারী নাম। ট্রেনের করেই তাঁকে আনা হয়েছে বলে জানান।
কিন্তু কীভাবে আনা হয়েছে, তা তিনি বলতে পারেননি। কথাবার্তাও কিছুটা অসংলগ্ন ছিল। বাড়িতে কেউ আছেন কি না তা জানাতে পারেননি।পুলিশ তাঁকে উদ্ধার করে ইমামবাড়া হাসপাতালে ভর্তি করেছে এবং বাড়ির খোঁজ শুরু করেছে।