ধর্ষণের চেষ্টা পাঁচজনের, বাঁচতে স্কুলের ছাদ থেকে লাফ কিশোরীর

১৯ জুলাই ২০২২, ১২:১০ PM
ভারতে ধর্ষণ থেকে বাঁচতে স্কুলের ছাদ থেকে লাফ দিয়েছে এক কিশোরী

ভারতে ধর্ষণ থেকে বাঁচতে স্কুলের ছাদ থেকে লাফ দিয়েছে এক কিশোরী © প্রতীকী ছবি

বৃষ্টির হাত থেকে বাঁচতে স্কুল ভবনে আশ্রয় নিয়েছিল এক কিশোরী। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে পাঁচজন। নিজের সম্ভ্রম বাঁচাতে স্কুলের ছাদ থেকে ঝাঁপ দিয়েছে ওই কিশোরী। ভারতের উড়িষ্যার জাজপুর জেলায় এ ঘটনা ঘটেছে।

আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই কিশোরীকে। তার অবস্থা সঙ্কটজনক। এ ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গত রোববার রাতে ভাইয়ের সঙ্গে ওই কিশোরী তার দিদির বাড়ি যাচ্ছিল। তারা কেওনঝড়ের বাসিন্দা।  বাস থেকে নামার পর সেখানে মুষলধারায় বৃষ্টি শুরু হয়। তখন তাদের পাশের স্কুলে আশ্রয় নেওয়ার পরামর্শ দেন পাঁচ জন।

আরো পড়ুন: দু’বছর পর চোখ খুলে নারী বললেন—হত্যা করতে চেয়েছিল ভাই

সে অনুযায়ী স্কুলে আশ্রয় নেয় ওই দু’জন। এর কিছুক্ষণ পর স্কুলে গিয়ে কিশোরীর ভাইকে মারধর করে পাঁচজন। পরে তাকে তাড়িয়েও দেওয়া হয়। এরপর ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন তারা। তখন নিজেকে বাঁচাতে স্কুলের ছাদ থেকে লাফ দেয় কিশোরী।

এ সময় কিশোরীর ভাইয়ের চিৎকারে ঘটনাস্থলে যান স্থানীয়রা। তাঁরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে হাসপাতালে নিয়ে যায়।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ, পদ ৯৬, আবেদন শেষ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
মুক্তি পেয়ে জেলারের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষের অভিযোগ তুললেন…
  • ২৯ জানুয়ারি ২০২৬
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পদ্মা নদী খনন ও পদ্মা ব্যারা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
স্কুলছাত্রকে হত্যা, ছাত্রদল কর্মীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে আলোচনা চলছে
  • ২৯ জানুয়ারি ২০২৬
বয়কট গুঞ্জনের মাঝেই বিশ্বকাপ ইস্যুতে নতুন সিদ্ধান্ত পাকিস্ত…
  • ২৯ জানুয়ারি ২০২৬