বাংলাদেশে গোলা-বারুদ নিয়ে আসার পথে কার্গো বিমান বিধ্বস্ত

বিধ্বস্ত বিমানের অংশ
বিধ্বস্ত বিমানের অংশ   © সংগৃহীত

সার্বিয়া থেকে বাংলাদেশে সমরাস্ত্র নিয়ে আসার পথে ইউক্রেনীয় একটি কার্গো উড়োজাহাজ উত্তর-পূর্ব গ্রিসে বিধ্বস্ত হয়েছে। শনিবার গভীর রাতে গ্রিসের উত্তরাঞ্চলের কাভালা শহরে বিধ্বস্ত ওই কার্গো উড়োজাহাজের ৮ ক্রুর সবাই মারা গেছেন। 

সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী নেবোজসা স্টেফানোভিচ এ তথ্য জানিয়েছেন বলে রোববার প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম।

মন্ত্রী নেবোজসা বলেছেন, আন্তনভ এএন-১২ বিমানটি সার্বিয়ার তৈরি প্রায় ১১ টন অস্ত্র ও গোলা-বারুদ নিয়ে বাংলাদেশে যাচ্ছিল। বিধ্বস্ত হওয়ার পর এ বিমানের আট আরোহীর সবাই মারা গেছেন। জর্ডান, সৌদি আরব ও ভারত হয়ে এই বিমানের ঢাকায় পৌঁছানোর কথা ছিল বলে জানান তিনি।

স্থানীয় সময় শনিবার রাতে গ্রিসের উত্তরাঞ্চলীয় কাভালা শহরে ওই বিমান বিধ্বস্ত হয় হয় বলে জানিয়েছে বিবিসি।

গ্রিসের রাষ্ট্রীয় গণমাধ্যম ইআরটি তাৎক্ষণিকভাবে জানায়, কার্গো বিমানটিতে সব মিলিয়ে ১২ টনের মতো মালামাল ছিল। 

আরও পড়ুন: এসএসসি শেষ হওয়ার দেড় মাস পর এইচএসসি পরীক্ষা

এএফপি বলছে, ইউক্রেনভিত্তিক একটি প্রতিষ্ঠানের ওই বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়ায় পাইলট এটিকে কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণ করাতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আর রানওয়েতে যেতে পারেননি তিনি।

নানা মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে বিমানটিকে বিধ্বস্ত হতে দেখা গেছে। দেখা যায়, মাটিতে পড়ে যাওয়ার পর কার্গোটিতে আগুন ধরে যায়। একপর্যায়ে বিস্ফোরণের ঘটনাও ঘটে।

সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, বিধ্বস্ত উড়োজাহাজটি সার্বিয়ার কোম্পানি ভ্যালির মালিকানাধীন ছিল। এই কোম্পানিটি সামরিক সরঞ্জাম এবং অন্যান্য প্রতিরক্ষা পণ্যের বৈদেশিক বাণিজ্যিক কার্যক্রম সম্পাদনের জন্য নিবন্ধিত একটি বাণিজ্য সংস্থা।

গ্রিসের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, স্থানটি নিরাপদ মনে না হওয়া পর্যন্ত ওই এলাকা পরিদর্শনে যাবে না দেশটির সেনাবাহিনী, বিস্ফোরক বিশেষজ্ঞ দল এবং পরমাণু শক্তি কমিশন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence