দাঁড়িয়ে থাকা লরিতে পাওয়া গেল ৪৬ জনের মরদেহ

টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিওর সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লরি
টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিওর সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লরি  © বিবিসি

যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে থাকা একটি লরি থেকে ৪৬ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা সবাই অভিবাসী বলে ধারণা করছে সংশ্লিষ্টরা। মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহর যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে। এর উপকণ্ঠে রেল লাইনের পাশে পড়ে থাকা পরিত্যক্ত লরি থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। তারা কোন দেশের নাগরিক তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরো পড়ুন: পাকিস্তানি প্রেমিকের কাছে যেতে যা করলেন ভারতীয় শিক্ষিকা

লরি থেকে উদ্ধার হওয়া অন্তত ১৬ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিষয়েও বিস্তারিত তথ্য জানা যায়নি। ওই লরির চালককে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

এ ঘটনার জন্য দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। বাইডেনের ‘উন্মুক্ত সীমান্ত’ নীতির ফলেই এমন ঘটনা ঘটেছে বলে তার দাবি।


সর্বশেষ সংবাদ