স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ের উদ্যোগ স্বামীর

২৩ জুন ২০২২, ০৯:৫৪ AM
প্রেমিকের সঙ্গে প্রাক্তন স্ত্রীর বিয়ে

প্রেমিকের সঙ্গে প্রাক্তন স্ত্রীর বিয়ে © প্রতীকী ছবি

ভারতের ফালাকাটায় ২০০৯ সালে বিয়ে হয়েছিল এক তরুণ-তরুণীর। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ভালোবাসার বন্ধন সেভাবে গড়ে উঠেনি। সময় গড়ালে তা আরও ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিতে থাকে। কালক্রমে সময় অতিবাহিত হলেও সংসারে শান্তি গাঁটছড়া বাঁধেনি, বরং অশান্তি বেড়েছে। 

এভাবেই পেরিয়ে যায় বিয়ের প্রায় ১২ বছর। এক যুগের এক পর্যায়ে যুবক বুঝতে পারেন, তার স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে আবদ্ধ হয়েছেন। এতে স্বামী স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। বিচ্ছেদের পর সাবেক স্ত্রীর সঙ্গে তার প্রেমিকের বিয়ে দেন সেই যুবক। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। 

আনন্দবাজার জানিয়েছে, সম্প্রতি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের ফালাকাটায় এই ঘটনা ঘটেছে। ২০০৯ সালে বিয়ে হলেও বছর খানেক যাবত ওই তরুণী শাঁখা-সিঁদুর পরা বন্ধ করে দিয়েছিলেন। সারাদিনের বেশির ভাগ সময়ই ওই তরুণী ফোনে কথা বলাতে ব্যস্ত থাকতেন। বিষয়টি শুরুতে তার স্বামীর নজরে আসে। খোঁজ নিয়ে জানতে পারেন, তার স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এতেই এই সংসারে নতুন করে অশান্তি বাসা বাঁধে। 

আনন্দবাজার আরও জানিয়েছে, সম্প্রতি ওই তরুণীর সঙ্গে তার স্বামীর বিবাহবিচ্ছেদ হয়। এরপর ওই তরুণীর স্বামী তার প্রেমিকের সঙ্গে তরুণীর বিয়ের আয়োজন করা হয়। এই বিয়ের মূল উদ্যোক্তা ছিলেন তরুণীর প্রাক্তন স্বামীই। 

জানা গেছে, কোচবিহারের তুফানগঞ্জের এক যুবকের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সোমবার রাতে এই বিয়ের আয়োজন করা হয়েছিল। এসময় প্রথম পক্ষের স্বামী বিয়ের অনুষ্ঠানে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দেন। এতে রেজিস্ট্রির মাধ্যমে ওই নব্য দম্পতি নতুন জীবন শুরু করেন। 

বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, প্রতিবাদে বিক্ষোভের ডাক ডা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
কারিগরি শিক্ষায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ড. …
  • ২৮ জানুয়ারি ২০২৬
স্বাধীনতাবিরোধী দল ধোঁকা দিয়ে ভোট নিয়ে উন্নয়নকে ব্যাহত করছ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক মুট কোর্টে টানা দ্বিতীয়বার সেরা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভাতা নয়, কর্মসংস্থানই যুবসমাজের প্রকৃত মুক্তি: ড. ব্যারিস্ট…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভয়ভীতি ও সন্ত্রাস দিয়ে দাড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না: প্র…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage