মেধাতালিকায় থেকেও হয়নি চাকরি, ক্যান্সার নিয়ে লড়াই করে শিক্ষক হলেন সোমা

সোমা দাস
সোমা দাস  © ইন্টারনেট

শিক্ষক হওয়াই ছিল তার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে ২০১৬ সালে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের (এসএলএসটি) পরীক্ষায়ও বসেন তিনি। মেধাতালিকায় জায়গাও করে নেন। কিন্তু তাকে দেয়া হয়নি চাকরি। তবে হার মানেননি ভারতের পশ্চিমবঙ্গে বীরভূমের সোমা দাস। ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েও চাকরির দাবিতে রোদ, বৃষ্টি মাথায় নিয়ে অসুস্থ সোমা দিনের পর দিন কলকাতার রাস্তায় অবস্থান বিক্ষোভ করে গিয়েছেন। অবশেষে প্রায় ৬ বছর মামলা লড়ে শিক্ষক মর্যাদা ছিনিয়ে নিলেন সোমা দাস।

কলকাতা হাই কোর্টের অনুরোধে ক্যানসার আক্রান্ত সোমা দাসকে চাকরির সুপারিশপত্র দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। নিজের জেলায় তাকে চাকরি দেওয়া হয়েছে। বীরভূমের নলহাটি-১ ব্লকের মধুরা হাই স্কুলে বাংলার শিক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে তাকে।

তার আইনজীবী ফিরদৌস শামিম বলেন, “আমরা খুব খুশি। আমার মক্কেলকে চাকরি দেওয়ার জন্য আদালত ও রাজ্যের কাছে আমরা কৃতজ্ঞ। রাজ্যের কাছে অনুরোধ করছি স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ করে এ রকম হাজারো সোমার মুখে হাসি ফোটাক।”

২০১৬ সালে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের (এসএলএসটি) পরীক্ষা দেন সোমা। সেই নিয়োগের মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও তাকে চাকরি দেওয়া হয়নি। এই চাকরি পেতে বীরভূমের নলহাটির কন্যার লড়াই অবশ্য বাকিদের থেকে আর একটু বেশি কঠিন ছিল। শুধু তার অধিকারের জন্য নয়, তার শরীরের সঙ্গেও সমানে যুদ্ধ করেছেন ব্লাড ক্যানসারের রোগী সোমা। এসএসসির আন্দোলনের ফাঁকেই চলেছে তার চিকিৎসা। কাহিল হয়েছেন, বিশ্রাম নিয়েছেন, সুস্থ হয়ে আবার ফিরেছেন আন্দোলনস্থলে। প্রচুর টাকা খরচ হয়েছে এবং এখনও হচ্ছে তার চিকিৎসায়। তবু আদালত শিক্ষকতার বদলে অন্য চাকরি দিতে চাইলে তিনি নেননি। কারণ যে কোনও চাকরিতে অর্থ উপার্জন তার লক্ষ্য নয়। তার একমাত্র লক্ষ্য শিক্ষক হওয়া।

সূত্র: আনন্দবাজার


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence