ইউক্রেনের সঙ্গে আলোচনায় রাজি পুতিন
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৩ PM , আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৮ PM
ইউক্রেনের প্রেসিডেন্টের ডাকে সাড়া দিয়ে আলোচনায় বসতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ এদিকে রুশ সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে৷
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য বেলারুশের মিনস্কে তাদের একটি প্রতিনিধি দল পাঠাতে রাজি আছে৷ এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়াকে যুদ্ধবিরতির প্রস্তাব দেন৷ পেসকভ বলেন, ‘‘জেলেনস্কির প্রস্তাবের প্রেক্ষিতে ইউক্রেনের সঙ্গে আলোচনায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির প্রশাসনিক পর্যায়ের প্রতিনিধিদের একটি দল পাঠাতে প্রস্তুত ভ্লাদিমির পুতিন ৷’’ আলোচনার জন্য পুতিন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে সম্ভাব্য নিরাপদ ভেন্যু নিয়ে কথা বলেছেন বলেও জানা গেছে৷
আরও পড়ুন: ভাষা হচ্ছে সাংস্কৃতির আধার: শিক্ষামন্ত্রী
এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ এ সময় জিনপিং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে জোর দেন৷ জবাবে পুতিন জানান, তিনি উচ্চ পর্যায়ে আলোচনার দুয়ার খোলা রেখেছেন৷
প্রসঙ্গত, বৃহস্পতিবার ইউক্রেনের বিরুদ্ধে সেনা অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকেই ইউক্রেনের ওপর ক্ষেপণাস্ত্র বর্ষণ করতে শুরু করে রুশ সেনাবাহিনী। প্রথম দিনের যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় শহর খারকিভ এবং পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চেরনোবিলের দখল নেয় রুশ বাহিনী। যুদ্ধের দ্বিতীয় দিনে পুতিন বাহিনী রাজধানী কিভের দোরগোরায় পৌঁছেছে বলে খবর প্রকাশ হয়েছে।
সূত্র : ডয়চে ভেলে