হাসপাতালে প্রেম, ৮৪ বছরের বৃদ্ধাকে নিয়ে পালালেন প্রেমিক

৮০ ও ৮৫ বছরের বৃদ্ধ-বৃ্দ্ধা
৮০ ও ৮৫ বছরের বৃদ্ধ-বৃ্দ্ধা  © সংগৃহীত

অস্ট্রেলিয়ায় একটি নার্সিংহোমে চিকিৎসা নিতে আসা ৮০ বছরের বৃদ্ধ ও ৮৪ বছরের বৃদ্ধা পাশাপাশি বেডে শুয়ে বসে থাকতে থাকতেই হয়ে যায় গভীর প্রেম। বার্ধক্যজনিত কারণে বিভিন্ন সমস্যা নিয়ে তারা ভর্তি হয়েছিল ওই নার্সিংহোমে। হঠাৎ একদিন সেখান থেকে ডাক্তার, নার্সদের ফাঁকি দিয়ে প্রেমিকাকে নিয়ে পালালেন প্রেমিক।

ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার পার্থ শহরের একটি নার্সিংহোমে। সেখানেই চিকিৎসা চলছিল দুই প্রবীণের। ভদ্রলোকের নাম রালফ গিবস। বৃদ্ধা নারী ক্যারল লিসলে, যিনি ডিমেনশিয়া ও পারকিনসনের রোগী। ক্যারলকে সঙ্গে নিয়ে গত ৪ জানুয়ারি ভোরে কীভাবে যেন একটি গাড়ি ম্যানেজ করে নার্সিংহোম থেকে পালান রালফ। যতক্ষণে নার্সিংহোম কর্তৃপক্ষ ঘটনা জানতে পেরে পুলিশে খবর দেয় ততক্ষণে রালফ গাড়ি চালিয়ে পৌঁছে যান প্রায় কুইন্সল্যান্ডে। জায়গাটা পার্থ শহর থেকে ৪ হাজার ৮০০ কিলোমিটার দূরে। পুলিশ অবশ্য যুগলকে পাকড়াও করতে সক্ষম হয়।

আরও পড়ুন: মাতৃভাষা দিবসেও অনলাইনে ক্লাস নিল ঢাবির দুই ইনস্টিটিউট-বিভাগ

রালফ জানিয়েছেন, কুইন্সল্যান্ডে ক্যারলের বাড়ি যাচ্ছিলেন তারা। যদিও পুলিশ জানিয়েছে, পথেই অসুস্থ হয়ে পড়েন ক্যারল। উভয়কে যখন উদ্ধার করা হয় ক্যারল তখন ধুঁকছিলেন। শেষ পর্যন্ত প্রশাসন হেলিকপ্টারে করে রালফ ও ক্যারলকে পার্থের ওই নার্সিংহোমে ফিরিয়ে আনে। না, এখানেই রালফ-ক্যারলের প্রেম কাহিনি শেষ হয়নি। কারণ ঘটনাটি আদালত পর্যন্ত গড়িয়েছে।

এই ঘটনায় পুলিশ রালফের বিরুদ্ধে মামলা করে। এফআইআরে বলা হয়, রালফ যা করেছেন, তাতে করে জীবনসংশয় হতে পারত ক্যারলের। যদিও আদালতে রালফ বলেছেন, ক্যারলকে বাড়ি পৌঁছে দিচ্ছিলাম। আর এই কাজটি তিনি ভালোবাসা থেকেই করেছেন। তার জবাব শুনে বিচারক বকা দেন প্রেমিক রালফকে। বলেন, ‘আপনার প্রেমের জন্যে মৃত্যু হতে পারত ক্যারলের। বিপজ্জনক কাজ করেছেন।’

আরও পড়ুন: বিজ্ঞান শিক্ষাকে ‘সহজ বাংলায়’ তুলে ধরার উদ্যোগ নিন: প্রধানমন্ত্রী

কেবল বকাঝকা করেই ছেড়ে দেওয়া হয়নি ৮০ বছরের প্রেমিককে। ৭ মাসের জেল হয়েছে রালফের। যদিও দোষীর অসুস্থতা ও বয়সের কারণে এখনই তা কার্যকর হয়নি বলেই জানা গেছে।


সর্বশেষ সংবাদ