‘যানজটের কারণে মুম্বাইয়ে ডিভোর্স হচ্ছে’
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১২ PM , আপডেট: ০৬ মার্চ ২০২২, ০৫:১২ PM
মুম্বাইয়ের প্রবল যানজটের জন্য বিহাব বিচ্ছেদের প্রবণতা বাড়ছে বলে মন্তব্য করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের স্ত্রী অমৃতা। তাঁর দাবি, দেশের বাণিজ্যিক রাজধানীতে অন্তত ৩ শতাংশ বিবাহ বিচ্ছেদ ঘটে যানজটের কারণে।
আরও পড়ুন: ভালোবাসা দিবসে বিশ্ববিদ্যালয়ে সিঙ্গেলদের প্রবেশ নিষেধ!
রাস্তাঘাট ও যানজট নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সময় শনিবার (৫ ফেব্রুয়ারি) তিনি বাণিজ্যিক শহরটিতে ডিভোর্সের জন্য যানজটকেই দায়ী করেছেন। সামাজিক মাধ্যমে তার এমন মন্তব্য রীতিমত ভাইরাল হয়ে গেছে।
অমৃতা বলেন, এক জন সাধারণ নাগরিক হিসাবে আমি এ কথা বলছি। বাইরে বেরোলেই রাস্তায় গর্ত, যানজট-সহ বেশ কিছু সমস্যা দেখতে পাই। যানজটের কারণে মুম্বইয়ের নাগরিকরা তাঁদের পরিবারকে সময় দিতে পারেন না এবং এরই জেরে ৩ শতাংশ বিবাহ বিচ্ছেদ হয়।
তিনি আরও বলেন, রাস্তায় যানজটের কারণে তাকেও বহুবার ভোগান্তিতে পড়তে হয়েছে। এসময় তিনি আরও বলেন, তিনি সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্রর স্ত্রী হিসেবে কথা বলছেন না। কথা বলছেন একজন নারী হিসেবে।
আরও পড়ুন: স্ত্রী-মেয়ের অভিযোগে প্রধানমন্ত্রীত্ব হারালো পিন্টো
তার ওই মন্তব্যের ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় রাজনৈতির বিতর্ক। শিবসেনার রাজ্যসভা সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদী অমৃতার নাম না করে টুইটারে লেখেন, দিনের সেরা কুযুক্তি দেওয়ার পুরস্কার সেই মহিলা পাবেন যিনি বলেন, ৩ শতাংশ মুম্বইবাসী রাস্তায় যানজটের কারণে বিবাহ বিচ্ছেদ করছেন! বিচ্ছেদে মনোনিবেশ না করে বরং একটু ছুটি নিন। বেঙ্গালুরুবাসী এমন খবর পড়বেন না। আপনাদের দাম্পত্যের পক্ষে মারাত্মক হতে পারে।
যানজটে নাকাল ভারতের অন্যতম ব্যস্ততম নগরী মুম্বাই। শহরটিতে জনদুর্ভোগ চরম মাত্রায় পৌঁছেছে। ঘন্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকার কারণে ব্যাহত হচ্ছে সবধরনের কার্যক্রম। নষ্ট হচ্ছে সাধারণ মানুষের কর্মঘণ্টা। স্থানীয়রা বলছেন, বিকল্প কোনো ব্যবস্থা না হলে ভোগান্তি কমবে না মুম্বাইবাসীর।