বাড়ি বাড়ি বিনামূল্যে ওষুধ পৌঁছে দেবেন মেয়র

নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস।
নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস।  © সংগৃহীত

করোনা রোগীদের বাড়িতে বিনামূল্যে ওষুধ পৌঁছে দেয়ার ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। সম্প্রতি ব্রঙ্কসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র এই ঘোষণা দেন। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

তিনি জানান, জানুয়ারির প্রথম থেকে শহরে কোভিডের ঘটনা ৮০%-এর বেশি কমেছে। সমস্ত নিউ ইয়র্কবাসীর ৭৫% সম্পূর্ণরূপে টিকা দেওয়াসহ পাঁচটি বরোতে টিকা দেওয়ার হারও বাড়ছে, যা জাতীয় গড় থেকে ১১% বেশি। এর ফলে নিউ ইয়র্ক সিটির জন্য একাধিক কোভিড-১৯ মাইলফলক ঘোষণা করেন তিনি।

আরও পড়ুন:

ব্রঙ্কসের জ্যাকবি হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র অ্যাডামস বলেন, ‘কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে শুধু নিউইয়র্ক সিটিই জয়ী নয়, আমরা এই মহামারিকে পরাজিত করতে নিউইয়র্কবাসীর সামনের দরজায় আরও বেশি সাহায্য নিয়ে আসছি।’


নিউ ইয়র্ক সিটির হেলথ কমিশনার ডা. ডেভ এ. চোকশি বলেছেন, ‘কোভিড-১৯ এর কারণে অপ্রয়োজনীয় দুর্ভোগ এবং মৃত্যু প্রতিরোধে আমাদের যথাসাধ্য চেষ্টা চালিয়ে যেতে হবে। এই চিকিৎসাগুলো – উচ্চ-মানের মাস্ক, টিকা, পরীক্ষা এবং আমাদের অন্যান্য জনস্বাস্থ্য সতর্কতার সাথে মিলিত – আমাদের ভাইরাস প্রতিরোধ করতে এবং নিউইয়র্কবাসীকে নিরাপদ ও সুস্থ রাখতে সাহায্য করে।’


শহরের স্বাস্থ্য বিভাগের ফার্মেসি অংশীদার, অল্টো ফার্মেসি, প্যাক্সলোভিড এবং মলনুপিরাভির অ্যান্টিভাইরাল চিকিৎসা বিতরণের জন্য দায়ী যা ৫ দিনের পিল পদ্ধতির মাধ্যমে ভাইরাসটিকে খারাপ হওয়া বন্ধ করে।

আরও পড়ুন: 

সোট্রোভিম্যাবের মতো মনোক্লোনাল অ্যান্টিবডি চিকিৎসা, যা এককালীন ইনজেকশন বা শিরায় চিকিৎসা দিতে হয়, এছাড়াও কোভিড থেকে পুনরুদ্ধারে সহায়তা করার জন্য ওষুধটি কাজ করবে বলে জানিয়েছে তিনি।


মনোক্লোনাল অ্যান্টিবডি চিকিৎসা এবং অ্যান্টিভাইরাল বড়ি উভয়ের সীমিত সরবরাহের কারণে, যারা করোনা পজিটিভ হয়েছেন এবং গুরুতর অসুস্থতার ঝুঁকিতে রয়েছেন তাদের জন্য এই চিকিৎসাগুলো।

নিউইয়র্ক সিটির হেলথ কমিশনার ডা. ডেভ এ. চোকশি আরও বলেছেন, ‘কোভিড-১৯ এর কারণে অপ্রয়োজনীয় দুর্ভোগ এবং মৃত্যু প্রতিরোধে আমাদের যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবো।’

আরও পড়ুন: 

এছাড়া তিনি জানিয়েছেন, ‘এই চিকিৎসাগুলো উচ্চ-মানের মাস্ক, টিকা, পরীক্ষা এবং আমাদের অন্যান্য জনস্বাস্থ্য সতর্কতার সাথে মিলিত আমাদের ভাইরাস প্রতিরোধ করতে এবং নিউইয়র্কবাসীকে নিরাপদ এবং সুস্থ রাখতে সাহায্য করে।’


শহরের স্বাস্থ্য বিভাগের ফার্মেসি অংশীদাররা পিল পদ্ধতির মাধ্যমে করোনা চিকিৎসায় অল্টো ফার্মেসি, প্যাক্সলোভিড এবং মলনুপিরাভির অ্যান্টিভাইরাল ওষুধ  বিতরণের কারণে কিছু দিনের মধ্যে ভাইরাসের লাগাম টেনে ধরেছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence