কানাডায় স্কুলে ফের শত কবরের সন্ধান

২৭ জানুয়ারি ২০২২, ০৩:৫৫ PM
আবারও শত কবরের সন্ধান

আবারও শত কবরের সন্ধান © ফাইল ফটো

কানাডায় আবারও একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। উত্তর আমেরিকার এই দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ার সাবেক একটি আবাসিক স্কুলে খোঁজ পাওয়া গেছে প্রায় ১০০টি আদিবাসী শিশুর কবর। এর আগেও কানাডায় এ ধরনের শত শত কবরের সন্ধান পাওয়া গিয়েছিল। 

উইলিয়ামস লেক ফার্স্ট নেশন নামে একটি সংগঠনের বরাত দিয়ে গত মঙ্গলবার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

উইলিয়ামস লেক ফার্স্ট নেশন মূলত কানাডার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সংগঠন। গত সোমবার তারা জানায়, কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ার সেন্ট জোসেফ মিশন রেসিডেনশিয়াল স্কুল নামে সাবেক একটি আবাসিক স্কুলের প্রাঙ্গণে ৯৩টি কবরের সন্ধান পাওয়া গেছে। এসব কবর থেকে উদ্ধার হওয়া দেহাবশেষ দেশটির আদিবাসী রেড ইন্ডিয়ান শিশুদের বলে ধারণা করা হচ্ছে। 

আরো পড়ুনঃ জবিতে ফাঁকা আসন ৬২২টি, ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ

মূল আদিবাসীদের দমন করে কানাডায় বসতি স্থাপনকারীরা আদিবাসী এসব শিশুকে নির্মমভাবে হত্যার পর সেখানে তাদেরকে গণকবর দিয়েছিল বলে জানা গেছে। কানাডার আবাসিক স্কুলগুলোতে বোর্ডিং আবশ্যিক ছিল। ঊনবিংশ ও বিংশ শতকে সরকার ও ধর্মীয় কর্তৃপক্ষ এসব স্কুল পরিচালনা করত। সেসময় এসব স্কুলে জোর করে আদিবাসী কিশোর-তরুণদের রাখা হতো।

১৯৬৯ সালে কানাডার কেন্দ্রীয় সরকার স্কুলটির নিয়ন্ত্রণ নেয়। ১৯৭৮ সালে বন্ধ হওয়ার আগপর্যন্ত স্থানীয় শিক্ষার্থীদের জন্য আবাসিক স্কুল হিসেবে এটি পরিচালিত হয়েছে।

এদিকে আবাসিক স্কুল থেকে সম্ভাব্য নতুন গণকবরের খোঁজ পাওয়াকে খুবই কষ্টদায়ক অনুভূতি হিসেবে উল্লেখ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, সংশ্লিষ্ট সম্প্রদায় ও প্রিয়জন হারানো মানুষের দুঃখে আমার হৃদয় ব্যথিত।

কানাডায় প্রথম আদিবাসী গণকবরের সন্ধান মেলে গত বছরের ২৯ মে। দেশটির ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের কামলুপস এলাকার একটি পরিত্যাক্ত আবাসিক স্কুল থেকে ২১৫ জন আদিবাসী শিশুর দেহাবশেষ উদ্ধার হয় ওই দিন। দেহাবশেষগুলোর মধ্যে ৩ বছর বয়সী শিশুর দেহাবশেষও ছিল।

এ ঘটনায় তোলপাড় শুরু হয় দেশটিতে। এরপর জুন মাসে একে একে কানাডার সাসকাচুয়ান, অ্যালবার্টা, মানিতোবা ও ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে আরও কয়েক শ’ গণকবরের সন্ধান পাওয়া যায়।
দেশটির আদিবাসী নেতারা গত জুলাই মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কানাডায় ৮ শতাধিক আদিবাসী গণকবরের সন্ধান পাওয়ার কথা জানিয়েছিলেন। প্রাথমিক অনুসন্ধানে সেসময় হয়েছিল, এসব অঞ্চলের আদিবাসী জাতিগোষ্ঠীর মানুষ-জনকে হত্যার পর এই গণকবরগুলোতে তাদের মাটিচাপা দেওয়া হয়েছিল।

সেসময় কানাডার আদিবাসী অধিকার সংস্থা ফেডারেশন অব সোভেরিন ইন্ডিজেনাস নেশনস দেশটির সরকারের কাছে আরও বিস্তৃত অনুসন্ধানের দাবি জানিয়েছিল। সংস্থাটি দাবি করেছিল, সঠিকভাবে অনুসন্ধান করা হলে কানাডাজুড়ে এমন আরও বহু গণকবরের সন্ধান পাওয়া যাবে। 

স্নাতকে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ইলিনয় ওয়েসলিয়ান …
  • ১৮ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় রাস্তা সম্প্রসারণের কাজ চলাকালে গ্যাসলাইনে লিকেজ, …
  • ১৮ জানুয়ারি ২০২৬
৩ দাবিতে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান
  • ১৮ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ ৩ জনের মৃত্যু
  • ১৮ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়…
  • ১৮ জানুয়ারি ২০২৬
জুলাই শহীদ ও আহতদের সঙ্গে মতবিনিময় তারেক রহমানের
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9