৮৯ বছর বয়সে পিএইচডি অর্জন
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১২ জানুয়ারি ২০২২, ০৯:১৯ PM , আপডেট: ১২ জানুয়ারি ২০২২, ০৯:১৯ PM
৮৯ বছর বয়সে কোয়ান্টাম ফিজিক্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন একজন ডাক্তার। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। প্রচন্ড ইচ্ছেশক্তির বলেই এটি সম্ভব হয়েছে। চিকিৎসাখাতে সফল ক্যারিয়ার গড়া ম্যানফ্রেড স্টেইনার কয়েক প্রজন্ম ধরে মেডিকেল শিক্ষার্থীদের হেমাটোলজি পড়িয়েছেন। শেষ বয়সে এসে পদার্থ বিজ্ঞানে পিএইচডি করলেন। বোসন কণার ওপর গবেষণা করেন ম্যানফ্রেড। তার থিসিস পেপারের নাম 'কারেকশনস টু দ্য জিওমেট্রিকাল ইন্টারপ্রিটেশন অব বোসোনাইজেশন'।
স্টেইনারের আক্ষেপ ছিল কেন পদার্থবিজ্ঞানে ক্যারিয়ার গড়তে পারলেন না। তাইতো সত্তর বছর বয়সে ডাক্তারি থেকে অবসর নিয়ে শুরু করেছেন ফিজিক্স পড়া। সে বয়সে আন্ডারগ্রেজুয়েট স্টুডেন্টদের সাথে ক্লাস করেছেন। পর্যাপ্ত কোর্স করেছেন পিএইচডিতে ভর্তির জন্য। দীর্ঘ প্রতীক্ষার পর পূরণ হয়েছে তার স্বপ্ন। ৮৯ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতে ভয়াবহ রূপ নেবে করোনাভাইরাস: ড. বিজন
সত্তর বছর পর্যন্ত ডাক্তারি করে চাইলেই শুয়ে বসে দিন কাটাতে পারতেন। কিন্তু তিনি সেটা করেননি। ইচ্ছের তীব্র তাড়নায় কোয়ান্টাম ফিজিক্স পড়তে গেছেন। পড়েছেন আনন্দ নিয়ে। জেনেছেন আনন্দের জন্য। আর সেই আনন্দ নিয়েই দীর্ঘ দিনের ইচ্ছেকে পূরণ করেছেন। প্রমাণ করেছেন, বয়স একটা সংখ্যা মাত্র।
৯০-এর কোঠায় পা রাখতে চলা স্টেইনার এক সাক্ষাৎকারে বলেন, এটি আমার তৃতীয় ডক্টরেট ডিগ্রি। কিন্তু এর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। এই বয়সে এসে হলেও শেষ পর্যন্ত তা অর্জন করতে পেরেছি। চিকিৎসাবিজ্ঞান নিয়ে জীবনের দীর্ঘ সময় ব্যয় করা নিয়েও আক্ষেপ নেই স্টেইনারের। কিন্তু, চিকিৎসাবিজ্ঞানে নির্ভুলতার বিষয়টি সুনিশ্চিত কিছু নয় বলেও মনে করেন তিনি।
আরও পড়ুন: শনাক্ত তিন হাজার ছুঁই ছুঁই, হার বেড়ে ১১.৬৮ শতাংশ
ভিয়েনায় বেড়ে ওঠা স্টেইনারের ভাষায় অস্ট্রিয়ান টান এখনো রয়েছে। পদার্থবিজ্ঞানের প্রতি প্রেম ছিল শুরু থেকেই। কোনো একদিন পদার্থবিদ হবে, এই স্বপ্ন দেখেছেন চিরকাল দেখেছেন। পদার্থবিজ্ঞানের 'প্রিসিশন' বিষয়টি সবচেয়ে বেশি উপভোগ করতেন।
তিনি বলেন, কোয়ান্টাম বিদ্যায় ফেমটোমিটারের দূরত্ব নিয়ে আলোচনা হয়ে থাকে। বিষয়টি আমাকে বরাবরই মুগ্ধ করেছে। এছাড়া, অ্যাস্ট্রনমির কথাই ধরুন। এখানে আলোকবর্ষের হিসাবে পরিমাপ করা হয়। কিন্তু এই বিশাল ব্যবধান সত্ত্বেও পদার্থবিজ্ঞানের নীতি বিষয়গুলোকে একসূত্রে জুড়েছে। এই সূক্ষ্মতাই আমাকে বরাবর মুগ্ধ করেছে। আমি সবসময়ই গণিত ভালোবাসতাম। একে পদার্থবিজ্ঞানের ভাষা বলা চলে।
তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো স্বপ্ন থাকলে তা অনুসরণ কর। হাল ছেড়ে দিও না। কিন্তু তাতেও না হলে অন্য কিছুতে মন দিও। কিন্তু সবার আগে নিজের স্বপ্নকেই অনুসরণ কর।