গোঁফ ছাঁটতে অস্বীকৃতি, কনস্টেবলকে বহিষ্কার

১০ জানুয়ারি ২০২২, ১১:৪৭ AM
বহিষ্কৃত কনস্টেবল

বহিষ্কৃত কনস্টেবল © সংগৃহীত

চুল কাটা ও গোঁফ ছাঁটতে অস্বীকৃতি জানানোয় পুলিশের এক কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি ঘটে ভারতের মধ্যপ্রদেশে। বহিষ্কার হওয়া সত্ত্বেও তাঁর গোঁফের বিষয়ে আপস না করার কথা বললেন এই পুলিশ কর্মকর্তা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বরখাস্ত হওয়া ওই পুলিশ কনস্টেবলের নাম রাকেশ রানা। তিনি রাজ্য পুলিশের পরিবহন শাখায় গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুুন: এখনই বন্ধ হচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠান

বিশেষ করে রানার গোঁফকে অযৌক্তিক ও কুৎসিত বলে অভিহিত করে কর্তৃপক্ষ। রানাকে চুল কাটতে ও গোঁফ ছাঁটতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কর্তৃপক্ষের এই নির্দেশ পালন করতে ব্যর্থ হন।

নির্দেশ পরিপালনে ব্যর্থতার জন্য রানাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে অফিস আদেশে বলা হয়েছে। অফিস আদেশে বলা হয়, রানার গোঁফ অন্য কর্মচারীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

নির্দেশ পরিপালনে ব্যর্থতার জন্য রানাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে অফিস আদেশে বলা হয়েছে।

আদেশটি জারি করেছেন পুলিশের সহকারী মহাপরিদর্শক প্রশান্ত শর্মা। তিনি বলেছেন, রানাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কারণ, তিনি তাঁর মুখশ্রীর ব্যাপারে একজন জ্যেষ্ঠ কর্মকর্তার আদেশ অনুসরণ করেননি।

আরও পড়ুন: সাইকেলে সারাদেশ ঘুরে ঢাবি ছাত্রের নজর এখন দক্ষিণ এশিয়ায়

শর্মা বলেন, যখন রানার মুখশ্রী পরীক্ষা করা হয়, তখন লম্বা চুল ও গোঁফ পাওয়া যায়। লম্বা চুল ও গোঁফে তাঁর মুখশ্রী বিশ্রী দেখাচ্ছিল। তাই তাঁকে তা ছাঁটতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি এই নির্দেশ পালন করেননি।

রানা অবশ্য বলেন, তিনি সব সময় তাঁর ইউনিফর্মের সঠিকতা নিশ্চিত করে এসেছেন। সাময়িকভাবে বহিষ্কার হওয়া সত্ত্বেও তিনি তাঁর গোঁফের বিষয়ে আপস করবেন না। তিনি অনেকটা সময় ধরে তাঁর গোঁফ রেখেছেন।

তারেক রহমানের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্রদল নেতাকে শো…
  • ২৯ জানুয়ারি ২০২৬
৩৫ লাখের মধ্যে ১৭ লাখ শিশুর জন্মই অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
  • ২৯ জানুয়ারি ২০২৬
অধিভুক্ত কলেজগুলোতে কম্পিউটার সায়েন্স কোর্সে খণ্ডকালীন শিক্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘স্বাধীনতার স্বপক্ষ শক্তি ও মুক্তিযুদ্ধের দল মিলে স্বাধীনতা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে গণভোট ব্যানার লাগানোর নির্দেশ জাতীয় বিশ্ববি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল ছাত্রদল
  • ২৯ জানুয়ারি ২০২৬