স্কুলে সাধারণ জ্ঞানের প্রশ্ন, সাইফ-কারিনার সন্তানের নাম কী?

সাইফ-কারিনা
সাইফ-কারিনা  © ফাইল ফটো

স্কুলের সাধারণ জ্ঞানের প্রশ্নপত্রের একটি প্রশ্ন ছিল বলিউড তারকা দম্পতি সাইফ-কারিনার সন্তানের নাম। এনিয়েই অভিভাবকদের মাঝে ক্ষোভ, শেষ পর্যন্ত কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে স্কুল কর্তৃপক্ষকে।

ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের খান্ডোয়ার বেসরকারি একটি স্কুল। ষষ্ঠ শ্রেণির সাধারণ জ্ঞানের কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনের শিক্ষার্থীদের জন্য এই প্রশ্ন করে বিতর্কে জড়িয়েছে স্কুলটি।

আরও পড়ুন: ‘তাইফার শখ ছিল বড় চাকরি করবে’

ক্ষুব্ধ অভিভাবকরা স্কুল শিক্ষা দপ্তরের কাছে এ ব্যাপারে নালিশ জানানোর পর সেখান থেকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে স্কুলটিকে।

জেলা অভিভাবক অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট অনীশ ঝারঝারে সাঈফ-কারিনার ছেলে তইমুরকে নিয়ে প্রশ্ন থাকায় শিক্ষা দপ্তরে ক্ষোভ জানিয়ে বলেছেন, “কী করে স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য এমন গুরুত্বহীন প্রশ্ন করে?”

আরও পড়ুন: বাসায় বসে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন পৌর মেয়র!

“দেশের আইকন, প্রবাদপ্রতিম মানুষদের ব্যাপারে তাদের জ্ঞান যাচাই না করে জানতে চাওয়া হচ্ছে বলিউড দম্পতি পুত্রের নাম!”

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জেলা অভিভাবক সমিতির সভাপতি অনীশ ঝাড়ঝাড়ে। তিনি বলেন, “স্কুল প্রশাসন কীভাবে শিক্ষার্থীদের এমন অ-গুরুতর প্রশ্ন করতে পারে? ছাত্রদের ঐতিহাসিক আইকন এবং অন্যান্য কিংবদন্তি সম্পর্কে প্রশ্ন করার পরিবর্তে, তারা একটি বলিউড দম্পতির ছেলের পুরো নাম জানতে চেয়েছে!”

আরও পড়ুন: শঙ্কার মধ্যেই ৮৩৬ ইউপিতে ভোট শুরু

এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জেলা শিক্ষা দপ্তরের অফিসার সঞ্জীব ভালেরাও বলেছেন, “আমরা স্কুলকে যে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছি, তার জবাবের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে। স্কুলের বাকি সব ক্লাসের প্রশ্নপত্রও খতিয়ে দেখা হবে।” সূত্র: ভয়েজ অব আমেরিকা


সর্বশেষ সংবাদ