টিকটক চ্যালেঞ্জে প্রাণ গেল কিশোরীর

টিকটক
টিকটক  © ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আবির্ভুত হচ্ছে। তেমনই এক চ্যালেঞ্জে অংশ নিতে গিয়ে এবার এক কিশোরীর মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া এই ঘটনা ঘটে। ওই কিশোরীর নাম নাইলা অ্যান্ডারসন (১০)।

মার্কিন সংবাদ মাধ্যম পিপল ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ব্ল্যাক আউট নামের ওই চ্যালেঞ্জে একজন মানুষ কতক্ষণ নিঃশ্বাস বন্ধ রাখতে পারেন সেটি দেখা হয়। এই চ্যালেঞ্জে অংশ নিতে গিয়েই ওই তরুণীর মৃত্যু হয়।

নিহত কিশোরীর মা স্থানীয় গণমাধ্যমকে জানান, আমার মেয়ে অত্যন্ত প্রাণোচ্ছল ছিল। ঘটনার সময় বাড়িতে সে একাই ছিল। তাই তাকে বাঁচানো সম্ভব হয়নি।

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালেয়ে ছাত্র সংগঠনে জড়াতে নিষেধাজ্ঞা!

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বিতর্কিত চ্যালেঞ্জে গত কয়েকদিনে বেশ কয়েকজনের প্রাণহানীর ঘটনা ঘটেছে। এসব চ্যালেঞ্জে অংশগ্রহণকারীদের বেশিরভাগই কিশোর-কিশোরী।

কয়েকদিন আগে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে ইনস্টাগ্রামের জন্য নকল ফাঁসির ভিডিও বানাতে গিয়ে দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়।

এছাড়া ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের ব্ল্যাক আউট চ্যালেঞ্জে অংশ নিতে গিয়ে ইতালির ১০ বছর বয়সী এক কিশোরী ও যুক্তরাষ্ট্রের ১২ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়।

আরও পড়ুন: ঢাকার একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীও আশিকের ধর্ষণের শিকার

ইতালির ওই কিশোরীকে তার পাঁচ বছর বয়সী ছোটবোন বাথরুমে মোবাইল নিয়ে অবচেতন অবস্থায় খুঁজে পায় বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া যুত্তরাষ্ট্রের কলোরাডোর এক কিশোর ১৯ দিন লাইফ সাপোর্টে থাকার পার মারা যায়। ওই চ্যালেঞ্জে দীর্ঘক্ষণ নিঃশ্বাস বন্ধ করে রাখার কারণে অক্সিজেন সরবরাহ কমে গিয়ে মস্তিষ্ক ও শরীরের অন্যান্য অঙ্গের ক্ষতি হয় বলে চিকিৎসকরা জানান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence