টিকটকে স্কুলে হামলার গুজবে সতর্ক যুক্তরাষ্ট্র

১৮ ডিসেম্বর ২০২১, ১২:৪৮ PM
 টিকটক

টিকটক © ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক স্কুলে শুক্রবার (১৭ ডিসেম্বর) গোলাগুলি ও বোমা হামলা হতে পারে এমন বার্তাসহ একটি টিকটক ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে স্কুলগুলোয় সহিংস হামলার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ অবশ্য বলছে, এ ধরনের হামলার হুমকির বিষয়ে বিশ্বাসযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। এমন খবর জানিয়েছে  এএফপি।

এ নিয়ে টিকটক তদন্তের পর সত্যতা না পেয়ে ভিডিওগুলো সরিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে।

আরও পড়ুন: শিক্ষককে জমিসহ ঘর উপহার দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বেশ কিছু স্কুলে গোলাগুলির ঘটনা ঘটে। এ নিয়ে এমনিতেই স্কুলগুলো সতর্ক অবস্থানে রয়েছে। এর মধ্যে টিকটকে হামলা নিয়ে তথ্য প্রচারের পর স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীর বাবা-মায়েদের সতর্ক করে এবং নিরাপত্তা আরও জোরদার করেছে। এ ছাড়া বেশ কিছু এলাকায় ওই দিনের জন্য স্কুলে পাঠদানও বন্ধ করে দেওয়া হয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি টুইটে বলেন, হোয়াইট হাউস ও ফেডারেল আইন প্রয়োগকারীরা সংস্থাগুলো স্কুলে সহিংস হামলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হুমকিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। টিকটক বলছে, স্কুলে সম্ভাব্য হামলার আলোচিত ভিডিওগুলো নিয়ে তদন্ত করতে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করছে তারা। তবে এসব হুমকির সত্যতা পাওয়া যায়নি।

আরও পড়ুন: ছাত্রলীগের হুমকি, জীবনের নিরাপত্তা চেয়ে শিক্ষিকার আবেদন

চীনা এই কোম্পানি বলেছে, স্থানীয় কর্তৃপক্ষ, মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নিশ্চিত করেছে, হামলার হুমকি নিয়ে যে তথ্য প্রচার করা হয়েছে, তার কোনো সত্যতা নেই। এ কারণে আমরা এ ধরনের পোস্ট ও ভিডিও সরিয়ে নিচ্ছি। এ ধরনের তথ্য আমাদের নীতি লঙ্ঘন করেছে।

এফবিআই জানিয়েছে, স্কুলগুলোয় সম্ভাব্য হামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ টুইট করেছে, স্কুলগুলোয় হামলার হুমকি নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য তারা পায়নি।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ধানের শীষ প্রার্থীর সমর্থক…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সুখবর পেলেন বিএনপির এক নেতা
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঢাবি-রাবি-চবিকে ছাড়িয়ে কুবিতে ভর্তি পরীক্ষায় আসনপ্রতি প্রতি…
  • ৩০ জানুয়ারি ২০২৬
কর্মক্ষেত্রে এআই ব্যবহারে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে যুক্ত…
  • ৩০ জানুয়ারি ২০২৬
জানা গেল কুবির প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু সংখ্যা
  • ৩০ জানুয়ারি ২০২৬
আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬