সুন্দরী প্রতিযোগিতা থেকে বাদ পড়ল ৪৩ উট!

উট
উট  © প্রতীকী ছবি

সৌদি আরবে উটের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তবে অভিযোগ উঠেছে উটের মালিকরা জয় পেতে বোটক্স ইনজেকশন ও অন্যান্য কৃত্রিম উপায়ে ৪৩টি উটকে সুন্দর করেছেন। তবে শেষরক্ষা হলো না তাদের। কৃত্রিম কৌশল অবলম্বন করায় প্রতিযোগিতা থেকে ওই উটগুলোকে বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: ৬ উটের পাঁচটিই মারা গেল 

চলতি মাসে শুরু হয়েছে উটের এ প্রতিযোগিতা। চলবে ৪০ দিন ধরে। এতে রয়েছে ১৯টি বিভাগ। আরব দেশগুলির পাশাপাশি যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স থেকেও প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বহু উট মালিক। বিচারকরা জানিয়েছেন, চলতি বছর কারচুপি ধরার উদ্দেশ্যে আধুনিক প্রযুক্তির আশ্রয় নেওয়া হয়েছিল। আর এতেই উট মালিকদের কৌশল ধরা পড়েছে। এমন খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।

আরও পড়ুন: কোরবানির হাটে আসছে মেসি!

এ বছর বিচারকদের নজরে আসে অনেক উটের ক্ষেত্রেই কৃত্রিম পদ্ধতি অবলম্বন করা হয়েছে। কারচুপি ধরার জন্য এক্স রে, থ্রিডি আলট্রাসাউন্ড মেশিনও ব্যবহার করা হয়। আয়োজকরা শুধু বাতিল নয়, ওই উট মালিকদের বিরুদ্ধে ক্ষতিপূরণ ও কঠোর পদক্ষেপ করা হবে বলে জানান। তারা বলেন, বোটক্স বা হরমোন পরিবর্তনের জন্য তাদের কাছে ২৭ হাজার ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence