মিশিগানে বাংলা ভাষা শিক্ষা ক্লাস চালু জানুয়ারিতে

০২ ডিসেম্বর ২০২১, ০৯:০১ AM
সিম্ফনি ক্লাবের সদস্যরা

সিম্ফনি ক্লাবের সদস্যরা © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে বাংলাদেশি প্রবাসী শিশু-কিশোরদের জন্য বাংলা ভাষা শিক্ষার ক্লাস চালুর উদ্যোগ নিয়েছে সিম্ফনি ক্লাব। পাশাপাশি গানের স্কুল এবং নৃত্যের ক্লাসের সুযোগ থাকছে। এসব ক্লাস শুরু হবে জানুয়ারি মাস থেকে।

জানা গেছে, রাজ্যের ওয়ারেন সিটির রায়ান রোড়ে ক্লাবের অফিসে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন  সুমন দেব। এ সময় সর্বসম্মতিক্রমে ক্লাবের ৭ সদস্যবিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি মনোনীত হন বিজিত ধর মনি ও সেক্রেটারি শেখর দেব। নানান কর্মকাণ্ডের অগ্রগতির কারণে বিগত কমিটির সদস্যদের ধন্যবাদ জানান ক্লাবের সদস্যেরা। সভায় বক্তব্য রাখেন- বিজিত ধর মনি, দেবাশীষ দত্ত, পার্থ সারথী দেব, প্রদ্যুন্ন চন্দ, সুমন দেব, মৃদুল রায়, শেখর দেব প্রমুখ।

ক্লাবের কর্মকর্তা দেবাশীষ দত্ত জানিয়েছেন, বিদেশের মাটিতে নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ হাতে নিয়েছে সিম্ফনি ক্লাব। এদেশে বেড়ে ওঠা প্রজন্মকে বাংলা শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে না পারলে একটা সময় সন্তানেরা আদি নিবাসের কথা ভুলে যাবে। মিশিগানে অনেক বাঙালির বসবাস। এ কার্যক্রমটা চালিয়ে নেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। আগ্রহীদের যোগাযোগ করতে বলা হয়েছে।

স্লাটশেমিংয়ের শিকার এনসিপি নেত্রী মিতু, প্রকৃত তথ্য তুলে ধর…
  • ০২ জানুয়ারি ২০২৬
জানুয়ারিজুড়ে শীত নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
  • ০২ জানুয়ারি ২০২৬
পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর টিকটক ভিডিও, চাকরি থেকে …
  • ০২ জানুয়ারি ২০২৬
আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধের নি…
  • ০২ জানুয়ারি ২০২৬
বিটিআরসি ভবনে হামলা-ভাংচুরের ঘটনার ব্যাখ্যা দিয়ে ব্যবসায়ীদে…
  • ০২ জানুয়ারি ২০২৬
জকসু আয়োজন নিয়ে সরকার ও প্রশাসনকে কড়া হুঁশিয়ারি শিবির সভাপত…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!