পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর টিকটক ভিডিও, চাকরি থেকে প্রত্যাহার

০২ জানুয়ারি ২০২৬, ০৮:৫৭ PM
সাইফুজ্জামান ও তার স্ত্রী সিমা খাতুন

সাইফুজ্জামান ও তার স্ত্রী সিমা খাতুন © সংগৃহীত

রাজশাহীতে স্বামীর পুলিশের ইউনিফর্ম পরে সিমা খাতুন নামে এক নারীর টিকটক ভিডিও তৈরির ঘটনায় চরম পেশাগত অবমাননার অভিযোগ উঠেছে। বিষয়টি নজরে আসার পর রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত কনস্টেবল সাইফুজ্জামানকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) আরএমপি কমিশনার ড. মো. জিললুর রহমানের আদেশে রাতেই তাকে থানা থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, কনস্টেবল সাইফুজ্জামান তার স্ত্রী সিমা খাতুনকে নিয়ে কাশিয়াডাঙ্গা থানা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। সিমা খাতুন দীর্ঘ দিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরে আপত্তিকর ও অপেশাদার ভিডিও ধারণ করে নিয়মিত টিকটকে প্রচার করে আসছিলেন। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে কাশিয়াডাঙ্গা থানার ওসি ফরহাদ আলী নিজেই ওই বাসায় গিয়ে তদন্ত পরিচালনা করেন। অভিযানে সিমা খাতুন কর্তৃক পুলিশের ইউনিফর্মের অপব্যবহারের সত্যতা পাওয়া যায়। এছাড়া, সাইফুজ্জামান সিমা খাতুনকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করলেও পুলিশের কাছে তারা বিয়ের কোনো বৈধ নথিপত্র বা কাবিননামা দেখাতে পারেননি।

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান জানান, পুলিশের পোশাক কোনো সাধারণ ব্যক্তির পরিধান করার সুযোগ নেই এবং এটি একটি গুরুতর ফৌজদারি অপরাধ। কনস্টেবল সাইফুজ্জামান তার স্ত্রীর হাতে সরকারি পোশাক তুলে দিয়ে বাহিনীর ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ণ করেছেন। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে প্রত্যাহার করা হয়েছে এবং শিগগিরই তার বিরুদ্ধে বিভাগীয় মামলা ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে অভিযুক্ত নারী সিমা খাতুনের বিরুদ্ধে পুলিশের পোশাক ব্যবহার করে প্রতারণাসহ অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মানবিক কাজের মাধ্যমে নতুন বছরকে বরণ রুয়েট শিক্ষার্থীদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
জাতিসংঘের এসডিজি চ্যাম্পিয়নশিপে স্বীকৃতি পেলেন ড্যাফোডিল শি…
  • ০৩ জানুয়ারি ২০২৬
শিল্পী ওবায়দুল্লাহ তারেকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে স্ত্রীর ফ…
  • ০৩ জানুয়ারি ২০২৬
তথ্য দেওয়ার পরেও মনোনয়ন বাতিলের অভিযোগ জামায়াত নেতা আযাদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
ইসলামী বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল
  • ০২ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যায় জড়িত সবাইকেই বিচারের আওতায় আনা হবে: নৌ উপ…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!