বিটিআরসি ভবনে হামলা-ভাংচুরের ঘটনার ব্যাখ্যা দিয়ে ব্যবসায়ীদের ২ দাবি

০২ জানুয়ারি ২০২৬, ০৮:৩৪ PM
মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ লোগো

মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ লোগো © সংগৃহীত

বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিজেদের অবস্থান ব্যাখ্যা করে দুটি দাবি জানিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। শুক্রবার (২ জানুয়ারি) এক বিবৃতিতে তারা জানায়, প্রতিশ্রুতি ভঙ্গ করে হঠাৎ এনইআইআর (NEIR) সিস্টেম চালু করাই এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণ।

তাদের দাবি দুটি হলো: সব মামলা প্রত্যাহার করে আটককৃতদের মুক্তি দেওয়া এবং সব পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে ব্যবসাবান্ধব ও ভোক্তাবান্ধব নীতিমালা প্রণয়ন করা।

বিবৃতিতে বলা হয়, আমদানি শুল্ক ও উন্মুক্ত আমদানি নীতিমালা বিষয়ে লিখিত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এনইআইআর চালু না করার প্রতিশ্রুতি ছিল। পাশাপাশি মার্চ মাস পর্যন্ত ডিভাইস রেজিস্ট্রেশন ছাড়াই নেটওয়ার্কে সংযুক্ত থাকার অঙ্গীকারও দেওয়া হয়েছিল। এই আশ্বাসের ভিত্তিতে তারা শান্তিপূর্ণ কর্মসূচিতে ছিলেন বলে দাবি করেন ব্যবসায়ীরা।

ঘটনার দিন দুপুরে বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করতে ভবনে গেলেও দীর্ঘ অপেক্ষার পর তা সম্ভব হয়নি বলে জানান তারা। এ সময় উত্তেজনার মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে, যার সঙ্গে সংগঠনের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয় এবং প্রায় ৪৫ জন ব্যবসায়ী ও কর্মচারীকে আটক করা হয়।

মোবাইল ব্যবসায়ীরা হামলা ও ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, তারা কখনোই রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সমর্থন করেন না। তবে বারবার প্রতিশ্রুতি ভঙ্গ ও একপাক্ষিক সিদ্ধান্ত ব্যবসায়ী ও ভোক্তাদের ভোগান্তিতে ফেলেছে বলে অভিযোগ করেন তারা।

দেশে ২৪ ঘণ্টায় অস্ত্রসহ গ্রেফতার ৫ শতাধিক
  • ০৩ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলায় ৫ মার্কিন …
  • ০৩ জানুয়ারি ২০২৬
পাকিস্তানে ইউটিউবার-সাংবাদিকসহ ৭ জনের ‘ডাবল’ যাবজ্জীবন কারা…
  • ০৩ জানুয়ারি ২০২৬
চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৬০ জন …
  • ০৩ জানুয়ারি ২০২৬
‘একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন’
  • ০৩ জানুয়ারি ২০২৬
‘ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে …
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!