মালালার বিয়েতে তসলিমা নাসরিনের বিস্ময় প্রকাশ

১০ নভেম্বর ২০২১, ০৩:৫৪ PM
তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন © ফাইল ছবি

সম্প্রতি বিয়ের পিড়িতে বসেছেন শান্তিতে সবথেকে ছোট বয়সে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। মঙ্গলবার বিকেলে মালালা টুইট করে তার নিজের বিয়ের কথা জানান। মালালার স্বামী পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হাই পারফরমেন্স বিভাগের জেনারেল ম্যানেজার। আর এই বিষয়টিই মেনে নিতে পারছেন না বিতর্কিত সাহিত্যিক ও চিকিৎসক তসলিমা নাসরিন। মালালার এই বিয়ের সংবাদে বেশ বিস্ময় প্রকাশ করেছেন তিনি। তার মন্তব্যে বেশ হতাশাই প্রকাশ পেয়েছে।  

আজ বুধবার তসলিমা নাসরিন তার টুইটার একাউন্ট থেকে মালালার বিয়ে নিয়ে মন্তব্য করেছেন। ছোট্ট টুইট বার্তায় তিনি লিখেছেন, 'মালালা পাকিস্তানি একজন ছেলেকে বিয়ে করেছে জেনে আমি কিছুটা বিস্মিত হয়েছি। তার বয়স মাত্র ২৪ বছর। আমি ভেবেছিলাম সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছে, সেখানে কোনো সুদর্শন ইংরেজের প্রেমে পড়বে এবং ৩০ বছরের আগে বিয়ের কথা চিন্তাও করবে না। কিন্তু.....'

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম লিঙ্কডইনে মালালার স্বামী আসার মালিকের প্রোফাইলে বলা আছে, ২০২০ সালের মে মাসে তিনি পিসিবিতে যোগ দেন। এর আগে তিনি পাকিস্তান সুপার লিগের দল মুলতান সুলতানের অপারেশনাল ম্যানেজারের দায়িত্বে ছিলেন। তিনি একটি খেলোয়াড় ব্যবস্থাপনা এজেন্সিও পরিচালনা করতেন। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, আসার মালিক ২০১২ সালে লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস থেকে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন।

 

জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬