শ্রেণিকক্ষে নাচের ভিডিও ভাইরাল, পাঁচ শিক্ষিকা বরখাস্ত

শ্রেণিকক্ষে নাচের ভিডিও ভাইরাল, পাঁচ শিক্ষিকা বরখাস্ত
শ্রেণিকক্ষে নাচের ভিডিও ভাইরাল, পাঁচ শিক্ষিকা বরখাস্ত  © সংগৃহীত

ভারতের একটি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষিকা সাময়িক বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি তাদের নাচের ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ‘অগ্রহণযোগ্য আচরণের’ অভিযোগে তাদের বরখাস্ত করা হয়। ভারতের উত্তর প্রদেশের আগ্রায় এই ঘটনা ঘটেছে।  

শিক্ষিকাদের ভাইরাল হওয়া নাচের ভিডিওতে দেখা গেছে, শিক্ষার্থীবিহীন ফাঁকা শ্রেণিকক্ষে সিনেমার একটি জনপ্রিয় গানে শিক্ষিকারা নাচছেন। বৃহস্পতিবার ওই ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর আগ্রার প্রাথমিক শিক্ষা বিভাগ এই ঘটনার তদন্ত শুরু করে।  তদন্তে বিষয়টি সত্যতা পাওয়া গেলে শনিবার তাদের বরখাস্ত করা হয়। 

প্রাথমিক শিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, ওই ঘটনার পর অভিযুক্ত শিক্ষিকাদের কারণ দর্শাতে বলা হয়। চারজন শিক্ষক এর জবাব দেন। তবে একজন শিক্ষিকার কাছ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

তবে অভিযুক্ত শিক্ষিকারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

 


সর্বশেষ সংবাদ