চতুর্দিক দিয়ে কাবুলে ঢুকে পড়ছে তালেবান

চতুর্দিক দিয়ে কাবুলে ঢুকে পড়ছে তালেবান
চতুর্দিক দিয়ে কাবুলে ঢুকে পড়ছে তালেবান  © সংগৃহিত

আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করা শুরু করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালেবান। শহরটির চারপাশ দিয়ে একযোগে রাজধানীতে প্রবেশ করছে তারা।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তালেবান বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা।

আফগানিস্তানের সেনাবাহিনীর দূরবীক্ষণ যন্ত্রে তা দেখা গেছে। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, তিনজন আফগান কর্মকর্তা নিশ্চিতভাবে জানিয়েছেন যে, তালেবান যোদ্ধারা কাবুলে ঢুকতে শুরু করেছে। 

আজ রবিবার সকালে ময়দান ওয়ারদাকের দখল নেওয়ার পর একেবারে ঝড়ের গতিতে কাবুলের সীমান্তে পৌঁছে যায় তালেবান যোদ্ধারা। 

এর আগে শনিবার চতুর্থ বৃহত্তম আফগান শহর মাজার-ই-শরীফ দখলে নেয় তালেবান। এরপর রোববার দুপুরের দিকে রাজধানী কাবুলে প্রবেশ করা শুরু করে গোষ্ঠীটির যোদ্ধারা। আফগানিস্তানের বড় শহরগুলোর মধ্যে একমাত্র কাবুলই তালেবানের দখলে যেতে বাকি।

 


সর্বশেষ সংবাদ