বিশ্ববিদ্যালয় খোলার দাবি, গেটের সামনে ক্লাস করছেন শিক্ষার্থীরা

১১ আগস্ট ২০২১, ০৭:৩১ PM
বিশ্ববিদ্যালয় গেটের সামনে মাটিতে বসে ক্লাস করছেন শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় গেটের সামনে মাটিতে বসে ক্লাস করছেন শিক্ষার্থীরা © সংগৃহীত

অবিলম্বে কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের সড়কে বসে ক্লাস কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা। এই অভিনব কর্মসূচির নাম দেয়া হয়েছে ‘মগজের কারফিউ ভাঙার ক্লাসরুম’।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির ৪ নম্বর গেটের সামনের সড়কে স্বাস্থ্যবিধি মেনে এ কর্মসূচি পালিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে হোয়াইট বোর্ডে ক্লাস নিতে দেখা গেছে। শিক্ষার্থীরা মাটিতে বসে মনোযোগ দিয়ে তার লেকচার শুনছেন।

শিক্ষার্থীরা বলেন, অনেকদিন অনলাইনে ক্লাস হয়েছে; আর না। এবার অফলাইনে ক্লাস নিতে হবে। করোনার লকডাউন শেষে প্রায় সবকিছু স্বাভাবিকভাবে চলছে। কিন্তু শুধুমাত্র শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে তারা এই কর্মসূচি আয়োজন করেছেন।

মগজের কারফিউ ভাঙার ক্লাসরুম

অধ্যাপিকা নন্দিনী মুখোপাধ্যায় বিশ্ববিদ্যালয়টির ইঞ্জিনিয়ারিং, সাইন্স ও কলা বিভাগের শিক্ষার্থীদের ক্লাস নিয়েছেন। তিনি বলেন, টিকা কার্যক্রম শেষ হওয়ার পরও শুধুমাত্র সরকারের নির্দিষ্ট পরিকল্পনার অভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

লেকচার দিচ্ছেন অধ্যাপক নন্দিনী মুখোপাধ্যায়

দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে গত বছরের ১৪ মার্চ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। তারপর থেকে প্রায় দেড় বছর ধরে বন্ধই রয়েছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলো।

নন্দিনী মুখোপাধ্যায় বলেন, গত সোমবার এ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবারও এটি পালিত হয়। ভিন্ন ধরনের এ ক্লাস দেখে যাদবপুরের পথ চলতি মানুষ অবাক হয়েছে। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি।

শেরপুরে জামায়াত সেক্রেটারি নিহতের প্রতিবাদে এনসিপির মশাল মি…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে টেঁটাবিদ্ধ হয়ে বিএন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ফ্যামিলি কার্ডে পাওয়া যাবে ব্যাংক ঋণও, জানালেন বিএনপি নেতা
  • ৩০ জানুয়ারি ২০২৬
খুনের রাজনীতি বন্ধে ছাত্রজনতাকে রুখে দাঁড়ানোর আহ্বান জাবি ছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মুগদা থেকে অপহৃত শিশু গাইবান্ধায় উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
শেষ হল ছাত্রশিবির আয়োজিত আল-খোয়ারিজমি সায়েন্স ফেস্টের প্রথম…
  • ২৯ জানুয়ারি ২০২৬