স্কুলশিক্ষক কাস্তিলিও পেরুর প্রেসিডেন্ট নির্বাচিত

পেদ্রো কাস্তিলিও
পেদ্রো কাস্তিলিও  © ফাইল ফটো

স্কুল শিক্ষক, বামপন্থী নেতা জোসে পেদ্রো কাস্তিলিও পেরুর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ২৮ জুলাই প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। নির্বাচনী জুরি দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ৫১ বছর বয়সী এ ট্রেড ইউনিয়নিস্টের নাম ঘোষণা করে।

গত ৬ জুন পেরুতে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অনিয়মের অভিযোগের ছয় সপ্তাহ পর এ ঘোষণা আসলো। ফলাফলে দেখা গেছে, ক্যাস্টিলোক ৫০.১২ শতাংশ ভোট পেয়েছেন যা ফুজিমুরির চেয়ে ৪৪ হাজার বেশি। পেরুর বর্তমান প্রেসিডেন্ট এই ফলাফলকে স্বাগত জানিয়েছেন।

কাস্তিলিও একজন সাবেক স্কুলশিক্ষক। চার বছর আগে দেশটির শিক্ষকদের বেতন নিয়ে এক ধর্মঘটে নেতৃত্ব দিয়ে তিনি আলোচনায় আসেন। 

চূড়ান্ত রায় পাওয়ার পর কাস্তিলিও রাজধানী লিমায় এক ভাষণে বলেছেন, ‘আমরা একসঙ্গে দেশকে ঐক্যবদ্ধ করবো। গণতন্ত্রের বিরুদ্ধে যা কিছুই হোক না কেন তা প্রত্যাখ্যান করবো।’ খবর বিবিসি।


সর্বশেষ সংবাদ