মানচিত্রে খুলনা © সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যাচাই-বাছাইয়ের প্রথম দিনে খুলনা-৩ আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফয়সল কাদের তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
খুলনার আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, খুলনা-৩ আসনে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শেষ দিন পর্যন্ত ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বুধবার বেলা ১১টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। যাচাই-বাছাইকালে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ৯ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- এসএম আরিফুর রহমান মিঠু, মো. আবুল হাসনাত সিদ্দিক ও আব্দুর রউফ মোল্ল্যা। তারা সবাই স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
এ বিষয়ে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফয়সল কাদের বলেন, স্বতন্ত্র প্রার্থীর জন্য সংসদীয় আসনের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর লাগবে। সেই হিসেবে খুলনা-৩ আসনের জন্য ২ হাজার ৫৪৪ জন ভোটারের স্বাক্ষর সম্বলিত তালিকা লাগবে। ওই তালিকা থেকে দ্বৈব চয়নের ভিত্তিতে ১০ জন ভোটারের তদন্ত করতে হয়। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ মোল্যা ও মো. আবুল হাসনাত সিদ্দিকের মনোনয়নপত্র বাতিল হয়েছে ১ শতাংশ ভোটারের তথ্য সঠিক না থাকায় এবং ১ শতাংশ ভোটারের তথ্য সঠিক না থাকা ও ঋণ খেলাপির কারণে স্বতন্ত্র প্রার্থী এসএম আরিফুর রহমান মিঠুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনে বাতিলের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে। ৯ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী আপিল করতে পারবেন। এছাড়া আগামী ২০ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ রয়েছে।