টিকা নেয়া শিক্ষক-শিক্ষার্থীদের মাস্ক পরার প্রয়োজন নেই: যুক্তরাষ্ট্র
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ জুলাই ২০২১, ০৫:৩১ PM , আপডেট: ১০ জুলাই ২০২১, ০৫:৩১ PM
করোনাভাইরাসের টিকা ভ্যাকসিন নেয়া শিক্ষক-শিক্ষার্থীদের স্কুলে মাস্ক পরা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট। দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) তাদের নির্দেশিকায় এ কথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে শুরু হয়েছে ১২ বছর এবং তার বেশি বয়সী শিশু ও কিশোরদের করোনা টিকা কর্মসূচি। চলছে পুরোদমে প্রচারও।
সেই আবহে নতুন নির্দেশিকা প্রকাশ করে সিডিসি জানিয়েছে, ‘যে সব শিক্ষার্থী এবং শিক্ষকের কভিড-১৯ টিকা নেওয়ার কাজ শেষ হয়েছে, তাদের আর স্কুল চত্বরে মাস্ক পরার প্রয়োজন নেই।
পড়ুন: আল্লাহর রহমতে টিকার সমস্যা সমাধান হয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী
আমেরিকায় কভিড সুরক্ষার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সিডিসির টাস্ক ফোর্সের প্রধান ইরিন সোবার স্ক্যাজ করোনাভাইরাস সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য কমার কথা জানিয়ে বলেন, ‘মহামারী পরিস্থিতি এক নতুন সন্ধিক্ষণে এসে পৌঁছেছে। তাই এ সংক্রান্ত নির্দেশিকা পরিবর্তন করেছি আমরা।’
পড়ুন: শিক্ষার্থীদের টিকা দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হবে: শিক্ষামন্ত্রী