নাইজেরিয়ান পুলিশ © ফাইল ফটো
নাইজেরিয়ার একটি আবাসিক স্কুলে বন্দুকধারীদের হামলার পর ১৪০ জন শিক্ষার্থীর সন্ধান পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে এই শিক্ষার্থীদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে।
সোমবার (৫ জুলাই) দেশটির কাদুনা রাজ্যের দক্ষিণাঞ্চলে অবস্থিত বেথেল ব্যাপ্টিষ্ট হাইস্কুলে হামলা চালায় বন্দুকধারীরা। ওই অঞ্চলে বন্দুকধারীদের এটি দশম হামলা করে অপহরণের ঘটনা।
ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য রেভারেন্ড জন হায়াব বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আমাদের স্কুলটিতে ১৮০ জনের মতো শিক্ষার্থী ছিল। বন্দুকধারীদের হামলা থেকে ২৫ জন পালিয়ে এসেছে। বাকিদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
কাদুনা রাজ্য পুলিশের মুখপাত্র মুহাম্মদ জালুভে হামলার ঘটনা নশ্চিত করলেও কতজন অপহরণ হয়েছে সে বিষয়ে কিছুই জানান নি। তিনি বলেন, বন্দুকধারীদের হামলার পরপরই আমরা অভিযানে নামি। অপহৃতদের উদ্ধারের চেষ্টা চলছে। এখনো মুক্তিপনের জন্য ফোন আসেনি। হামলার ঘটনাও কেউ শিকার করেনি।