বোমা পড়ছে স্কুলেও, গাজায় বন্ধ সব ধরনের শিক্ষা কার্যক্রম

১৯ মে ২০২১, ১২:৩৩ AM
ধ্বংসস্তূপে পরিণত করছে গোটা গাজা নগরীকে

ধ্বংসস্তূপে পরিণত করছে গোটা গাজা নগরীকে © ফাইল ছবি

ফিলিস্তিনে টানা আট দিন ধরে বিমান হামলা ও বোমাবর্ষণ করে চলেছে ইসরায়েল। নির্বিচারে হত্যা করছে নারী, শিশুসহ বেসামরিক লোকজনকে। ধ্বংসস্তূপে পরিণত করছে গোটা গাজা নগরীকে।

এই আক্রমণ থেকে বাদ যাচ্ছে না দাতব্য কার্যক্রম, মিডিয়া কার্যালয়, আবাসিক ভবন। এমনকি স্কুল ও হাসপাতালেও টানা বিমান হামলা চালাচ্ছে তারা।

হত্যাযজ্ঞে মত্ত ইসরায়েল সব শেষ সোমবার (১৭ মে) গাজায় অবস্থিত কাতারের রেড ক্রিসেন্ট সোসাইটির (কিউআরসিএস) কার্যালয়ে হামলা চালায়। বিমান হামলা থেকে রক্ষা পায়নি গাজার প্রধান করোনা টেস্ট সেন্টার। এতে বন্ধ হয়ে গেছে ওই হাসপাতালের কার্যক্রম। এ আগ্রাসনকে যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করছেন মানবাধিকার সংগঠনসহ আইনজ্ঞরা। খবর এএফপি, রয়টার্স ও আলজাজিরার।

সোমবার কিউআরসিএসের কার্যালয়ে ইসরায়েলের বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। কিউআরসিএসের সেক্রেটারি জেনারেল আলী বিন হাসান আল হামদানি ওই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এটা পরিস্কারভাবে জেনেভা কনভেনশনের লঙ্ঘন। ইসরায়েল এই কনভেনশনের অন্যতম স্বাক্ষরকারী।

ইসরায়েল শুধু দাতব্য প্রতিষ্ঠান নয়, স্কুল, হাসপাতাল, এতিমখানায়ও নির্বিচারে বিমান হামলা চালাচ্ছে। গাজার প্রধান করোনা টেস্ট সেন্টারে বিমান হামলার পর সোমবার রাতে হামাস জানিয়েছে, হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হাসপাতালটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, বোমা হামলায় ফিলিস্তিনের গাজা এলাকার কমপক্ষে ৩১টি স্কুল ও বেশ কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন বলছে, এ সহিংসতার ফলে গাজায় সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। গাজার ২৪ হাজার শিক্ষার্থীর পড়াশোনা এখন বন্ধ।

গত সপ্তাহে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে নিহত ২১২ ফিলিস্তিনির মধ্যে ৬১ জন শিশু রয়েছে। এর আগে শনিবার বিমান হামলা চালিয়ে গাজায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কার্যালয় হিসেবে ব্যবহার হওয়া একটি ভবন গুঁড়িয়ে দেয় ইসরায়েল।

‘স্বাধীনতার স্বপক্ষ শক্তি ও মুক্তিযুদ্ধের দল মিলে স্বাধীনতা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে গণভোট ব্যানার লাগানোর নির্দেশ জাতীয় বিশ্ববি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল ছাত্রদল
  • ২৯ জানুয়ারি ২০২৬
সৌদিতে কর্মরত রোহিঙ্গারা পাসপোর্ট পেলেও নাগরিক নন: পররাষ্ট্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার পেছনে একজনের হাতে টাকা তুলে দেয়া ব্যক্তি ইউনি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২
  • ২৯ জানুয়ারি ২০২৬