একাদশের পরীক্ষা ছাড়াই দ্বাদশে উঠবেন পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা

পশ্চিমবঙ্গের একাদশ শেণির পরীক্ষা বাতিল করা হয়েছে
পশ্চিমবঙ্গের একাদশ শেণির পরীক্ষা বাতিল করা হয়েছে  © ইন্টারনেট

একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। সংসদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে শুক্রবার জানানো হয়েছে, বাতিল করা হচ্ছে একাদশ শ্রেণির পরীক্ষা। সরাসরি দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করা হবে তাদের। বর্তমান করোনা পরিস্থিতি পর্যালোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

পাশাপাশি উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় নিয়ে নতুন নির্দেশিকা দিয়েছে সংসদ। জানানো হয়েছে, বেলা ১২টা থেকে দুপুর ৩টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে। হোম সেন্টারেই পরীক্ষা বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ১৫ জুন থেকে। লিখিত পরীক্ষা চলবে ৩০ জুন পর্যন্ত। খবর: এইসময়।

আট লাখেরও বেশি পরীক্ষার্থীর এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসার কথা রয়েছে। গত বছরের মতো চলতি বছরেও করোনা আবহেও পরীক্ষার আশঙ্কা রয়েছে। অনলাইনে পরীক্ষা নেওয়ার সম্ভাবনাও কম। এমন সময়ে পরীক্ষার্থীদের সরকারের তরফে টিকা দেওয়া যায় কিনা, তা নিয়ে মৌখিকভাবে শিক্ষা দফতরকে প্রস্তাবও পাঠিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

প্রসঙ্গত, গত বছর উচ্চমাধ্য়মিক চলাকালীন করোনা সংক্রমণের কারণে একাধিক বিষয়ের পরীক্ষা বন্ধ হয়ে যায়। করোনা আবহে সম্প্রতি দশম শ্রেণির পরীক্ষা বাতিল করা হয়েছে। পিছিয়ে গেছে দ্বাদশ শ্রেণির পরীক্ষাও। যা নিয়ে প্রতিক্রিয়ায় সম্প্রতি রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্য সরকার এই নিয়ে আগেই চিন্তাভাবনা করেছে।

মধ্যশিক্ষা ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে আলোচনা করেছেন শিক্ষা দফতরের কর্মকর্তারা। পরীক্ষাগুলোও পিছিয়ে জুন মাসের মাঝামাঝি করা হয়েছে। একইসঙ্গে পরিস্থিতি বদল না হলে ‘সঠিক সময়ে সিদ্ধান্তের’ ইঙ্গিতও দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। করোনার দ্বিতীয় ঢেউয়ে রাজ্যের স্কুলগুলোতে এগিয়ে আনা হয়েছে গরমের ছুটি।

এ পরিস্থিতিতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্ধারিত সময়ে হবে কিনা, তা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে প্রবল উদ্বেগ তৈরি হয়েছিল। যদিও মালদায় এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ‘মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক শুরু হতে এখনও কিছুটা দেরি আছে। এ ব্যাপারে চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

শিক্ষাক্ষেত্রে ক্রমশ চওড়া হচ্ছে করোনার থাবা। করোনার ঊর্ধ্বগতির কারণে বাতিল বা পিছিয়ে দেওয়া হয়েছে স্কুল, কলেজে এবং একাধিক প্রবেশিকা পরীক্ষা।আগাম ঘোষণা অনুযায়ী, একাদশ শ্রেণির পরীক্ষাও ১৫ জুন থেকে শুরু হয়ে ২ জুলাই পর্যন্ত হওয়ার কথা ছিল। তবে এবার তা বাতিল করে পড়ুয়াদের দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হল।


সর্বশেষ সংবাদ