করোনায় ভারতীয় টিভি সাংবাদিকের মৃত্যু, নরেন্দ্র মোদির শোক

ভারতের বিখ্যাত টিভি সাংবাদিক রোহিত সারদানা
ভারতের বিখ্যাত টিভি সাংবাদিক রোহিত সারদানা  © ফাইল ফটো

ভারতের বিখ্যাত টিভি সাংবাদিক রোহিত সারদানা (৪১) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্ডিয়া টুডে গ্রুপের আজ তক টিভির নির্বাহী সম্পাদক ছিলেন রোহিত। তরুণ এই সাংবাদিকের মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কেন্দ্রীয় সরকারের অনেক মন্ত্রীই শোক জানিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে এসব কথা জানানো হয়।

রোহিত সারদানার স্ত্রী ও দুই মেয়েও করোনায় আক্রান্ত হয়। তারা সুস্থ হতে পারলেও রোহিত করোনা থেকে মুক্তি পাননি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটবার্তায় লেখেন, ‘রোহিত সারদানা অনেক তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন। ভারতের মিডিয়া জগত তাঁর প্রতিভা ও দক্ষতা স্মরণ করবে। তাঁর শোকসন্তপ্ত পরিবার ও বন্ধুবান্ধবদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।’

এদিকে, শুক্রবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে তিন লাখ ৮৬ হাজার ৪৫২ জন। মৃত্যু হয়েছে তিন হাজার ৪৯৮ জনের। আর একদিনে করোনা থেকে মুক্ত হয়েছে দুই লাখ ৯৭ হাজার ৫৪০ জন। এই মুহূর্তে ভারতে ৩১ লাখ ৭০ হাজার ২২৮ জন করোনায় আক্রান্ত। এখন পর্যন্ত সে দেশে করোনায় আক্রান্ত হয়েছে এক কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৯৭৬ জন। আর, করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছে এক কোটি ৫৩ লাখ ৮৪ হাজার ৪১৮ জন। আর, এখন পর্যন্ত করোনা প্রাণ কেড়েছে দুই লাখ আট হাজার ৩৩০ জনের।

ভারতে দেশজুড়ে চলছে টিকাদান কর্মসূচি। এ পর্যন্ত সে দেশের ১৫ কোটি ২২ লাখ ৪৫ হাজার ১৭৯ জন মানুষ টিকা পেয়েছে।


সর্বশেষ সংবাদ