সহজ প্রশ্নের উত্তর দিতে পারলেই উপহার দেবে যুক্তরাষ্ট্র দূতাবাস

ফেসবুকে যুক্তরাষ্ট্র দূতাবাসের পোস্ট করা ছবি
ফেসবুকে যুক্তরাষ্ট্র দূতাবাসের পোস্ট করা ছবি  © সংগৃহীত

দুটি সহজ প্রশ্নের উত্তর দিতে পারলেই আকর্ষণীয় উপহার দেয়ার ঘোষণা দিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। আগামী ২৬ নভেম্বর থ্যাংসগিভিং উৎসব উপলক্ষ্যে এই ঘোষণা দেয়া হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে একটি ছবি দিয়ে বলা হয়েছে, ‘ঢাকার কোথায় এই আমেরিকান পাই? উত্তর দিয়ে জিতে নিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের উপহার-ব্যাগ! #থ্যাঙ্কসগিভিং উৎসব আগামী সপ্তাহের ২৬ নভেম্বর, আর বাংলাদেশে এটা হলো শীতের পিঠা খাওয়ার মৌসুম। পিঠা-পাটালির এই সময়ে আমাদেরও পিঠা জাতীয় অনেক মিষ্টি খাবারের কথা মনে পড়ছে, বিশেষত আমেরিকান পাইয়ের কথা!’

এতে আরও বলা হয়েছে, ‘ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের ব্যাগ উপহার হিসেবে পেতে আপনাকে যা করতে হবে- এই পোস্টটি লাইক করুন এবং নিশ্চিত করুন যে, আপনি আমাদের পেজ ফলো করছেন। ঢাকার কোথায় এই স্থান এবং এটি কী ধরনের আমেরিকান পাই আন্দাজ করে উত্তর কমেন্ট বক্সে লিখুন!’

থ্যাঙ্কসগিভিংয়ের পরেরদিন প্রতিটি পাই-এর ছবির জন্য বিজয়ীর নাম ঘোষণা করা হবে এবং বিজয়ীদের মেসেঞ্জারে সরাসরি বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসের উপহার ব্যাগ পাঠানোর ঠিকানা জেনে নেওয়া হবে। পোস্টে বলা হয়েছে, ‘জেতার জন্য এখনই কমেন্ট করুন! এই পাইটি পাঁচটি পাইয়ের মধ্যে তৃতীয়টি!’

ফেসবুক পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন


সর্বশেষ সংবাদ